• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহা বিপদে সূর্য, মিশকার গলা টিপে ধরল লাবণ্য! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র দুর্ধর্ষ পর্ব

Published on:

Anurager Chhowa latest Episode Labonyo Sengupta Traps Mishka

Anurager Chowa Latest Episode Update: স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) রোজ কোনও না কোনও টুইস্ট আসছে। যত সময় যাচ্ছে ততই বাড়ছে মিশকার (Mishka) শয়তানি। সূর্য (Surjya) দীপাকে (Deepa) আলাদা করতে এবার ছোট্ট সোনাকে হাতিয়ার করেছে সে। কোনও না কোনও ভাবে ঠিক নিজের প্ল্যান বাস্তবায়িত করেই ফেলছে কুটনি মিশকা। কিন্তু এবার শাস্তি পাওয়ার সময় এসে গিয়েছে। নিজে হাতে মিশকাকে টাইট দিতে চলেছে স্বয়ং লাবণ্য সেনগুপ্ত (Labanya Sengupta)

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, রূপা (Rupa) নিজের জন্মপরিচয় জেনে গেলেও, সোনা (Sona) এখনও জানে না সে আসলে সূর্য-দীপার সন্তান। বরং রত্নার কথা শুনে সে নিজেকে অনাথ ভাবে। সেই জন্য গত কয়েকদিন ধরে নিজের আসল বাবা-মাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে ছোট্ট সোনা। আর সেই খোঁজ করতে গিয়েই এবার মহা বিপদে পড়বে সে।

Anurager Chhowa, Anurager Chhowa Mishka and Sona

আসল বাবা-মাকে খোঁজার জন্য মরিয়া সোনাকে যে পারছে বোকা বানাচ্ছে। এবার আসরে নেমেছে খোদ মিশকা। সোনাকে ভুল বুঝিয়ে আসল মা-বাবার কাছে নিয়ে যাওয়ার নাম করে সে নকল মা-বাবার কাছে নিয়ে যায়। অপরদিকে আবার সূর্য বাড়ি না ফেরায় সকলে চিন্তায় পড়েছে। লাবণ্যর পাগল পাগল দশা হয়ে গিয়েছে। এই অবস্থায় রূপা বাড়ি ফিরে সবাইকে সত্যিটা জানায়।

সবটা শোনার পর লাবণ্য এবং দীপা তড়িঘড়ি সোনাকে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে সোনাও বুঝতে পারে মিশকা যাদের কাছে তাকে নিয়ে এসেছে সে তার আসল বাবা-মা নয়। কারণ ফুলমা এবং বাবার কাছে সে যেমন শান্তি পেত, এখানে সেই শান্তি সে পাচ্ছে না। সেই সময়ই লাবণ্য এবং দীপা সেখানে এসে হাজির হয়।

আরও পড়ুনঃ ওলটপালট জি বাংলার জনপ্রিয় শোয়ের সম্প্রচারের সময়! রইল নতুন সময়সূচি

Anurager Chhowa, Anurager Chhowa Labanya Deepa and Mishka

সোনাও অপরদিকে বাড়ি ফেরার জেদ শুরু করে দেয়। কিন্তু কুটনি মিশকা তাকে বলে, আজ যদি সে চলে যায় তাহলে আর কোনোদিন নিজের আসল বাবা-মাকে সে দেখতে পাবে না। একথা শুনে সোনা ভয় পেয়ে যায়। সে লাবণ্যকে বলে, এখন সে নিজের বাবা-মাকে পেয়ে গিয়েছে। তাই আর সে বাড়ি ফিরবে না।

আরও পড়ুনঃ একেবারে স্পাইনলেস! মেঘের প্রতি নীলের জঘন্য ব্যবহার দেখে ধুয়ে দিল দর্শক

একথা শুনে প্রচণ্ড রেগে যায় লাবণ্য। মিশকাকে প্রথমে সপাটে কয়েকটা থাপ্পড় মারে সে। এরপর সোজা গলা টিপে ধরে বলে, আমি তোমাকে শেষ করে দিতে পারি। শাশুড়ির রুদ্র রূপ দেখে দীপা কোনও মতে মিশকাকে বাঁচায়। অপরদিকে সূর্য আবার মহা বিপদে পড়েছে। স্বামী এবং মেয়ে কীভাবে দুজনকে বাঁচাবে দীপা? আপাতত সেই প্রশ্নই ঘুরছে দর্শকদের মনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥