• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার কিছুদিন, তার পরেই আসছে ‘RRR 2’! দর্শকদের জন্য বড়সড় ঘোষণা ঘোষণা করলেন রাজামৌলি

শুধুমাত্র দক্ষিণ ভারতেরই নন, এস এস রাজামৌলী (SS Rajamouli) এই দেশের অন্যতম সেরা পরিচালকদের মধ্যে একজন। তিনি একা হাতে যে কত তারকার কেরিয়ার তৈরি করেছেন তা গুনে শেষ করা যাবে না। জুনিয়র এনটিআর থেকে শুরু করে প্রভাস, সাউথের একাধিক তারকা পরিচিতি পেয়েছেন এই রাজামৌলীর সৌজন্যেই। দক্ষিণের এই দুর্দান্ত পরিচালকের এক কালজয়ী সৃষ্টি হল ‘আরআরআর’ (RRR)।

রাজামৌলী পরিচালিত এই ম্যাগনাম ওপাস মুক্তি পেয়েছে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। তবে এখনও দর্শকদের মধ্যে ছবিটির রেশ রয়ে গিয়েছে। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকদের মনেও একদিক থেকে ঝড় তুলেছিল এই সিনেমা। সারা বিশ্বে ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করা ‘আরআরআর’এর এবার সিক্যুয়েল (RRR 2) আসতে চলেছে।

   

RRR becomes highest grossing Indian film in Japanese box office

হ্যাঁ, ঠিকই দেখছেন। সম্প্রতি ‘আরআরআর ২’ (RRR 2) নিয়ে একটি বড় আপডেট দিয়েছেন পরিচালক রজামৌলী নিজে। ‘আরআরআর’ স্রষ্টা আপাতত ছবির অস্কার দৌড়ে শামিল হওয়া নিয়ে একটি বিশেষ ক্যাম্পেন চালাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করছেন ছবির স্পেশ্যাল স্ক্রিনিং।

সম্প্রতি শিকাগোয় ‘আরআরআর’এর এমনই একটি স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন রাজামৌলী। সেখানেই পরিচালককে জিজ্ঞেস করা হয় ছবির দ্বিতীয় ভাগের কথা। তখনই এই বিষয়ে একটি বড় আপডেট দেন তিনি। রাজামৌলী বলেন, ‘আমার খুবই ভালোলাগবে তৈরি করতে। আমি এখনই এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারব না। কিন্তু আমার বাবা (কেভি বিজয়েন্দ্র প্রসাদ) যিনি আরআরআর-সহ আমার প্রত্যেক ছবির স্ক্রিনরাইটার…আমরা এই বিষয়ে কথা বলেছি এবং উনি এখন কাহিনীর ওপর কাজ করছেন’।

RRR movie

ব্লকবাস্টার ‘আরআরআর’এর সিক্যুয়েল নিয়ে একটি বড় আপডেট শুনে স্বাভাবিকভাবেই বেশ খুশি দর্শকরা। তবে ছবিটি দেখার জন্য বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে দর্শকদের। কারণ এই মুহূর্তে রাজামৌলী নিজের অন্য একটি ছবির ওপর কাজ করছেন।

রাজামৌলীকে এরপর সাউথ সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এই দুই তারকা একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার ছবি নিয়ে আসছেন। এই ছবিটির কাজ সম্পূর্ণ হতেই অন্তত ২ বছর লাগবে পরিচালকের। এরপর ব্লকবাস্টার ‘আরআরআর’ এর সিক্যুয়েলের ওপর কাজ শুরু করবেন রাজামৌলী।