• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

 ‘মমতা রোগে’ভুগছি! শ্রীলেখা মিত্রের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জল্পনা  

বাংলা ইন্ডাস্ট্রিতে সবাই এক ডাকে চেনেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)-কে। ইন্ডাস্ট্রিতে স্পষ্টবাদী হিসাবে যথেষ্ট নাম রয়েছে টলি অভিনেত্রীর (Tolly Actress)। বরাবরই অকপটে নিজের মনের কথা মুখে বলতেই ভালোবাসেন অভিনেত্রী। যার জেরে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কিন্তু সেসব নিয়ে বরাবরই  মাথা ঘামাতে নারাজ নায়িকা।

বরং জীবনের প্রতিটা মুহুর্তই নিজের শর্তে বাঁচেন অভিনেত্রী। তাই বরাবরই কিছুটা হলেও স্রোতের বিপরীতে হাঁটা মানুষ তিনি। তাই নিজের জীবনটাকে চুটিয়ে উপভোগ করতে ভালোবাসেন অভিনেত্রী।  পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত অ্যাক্টিভ থাকেন তিনি। তাই এতদিনে অভিনেত্রীর অনুরাগীরা কম বেশি সকলেই জেনে গিয়েছেন তার রাজনৈতিক মতাদর্শের কথা। তিনি যে ভীষণভাবে বাম সমর্থক এতদিনে তা অজানা নেই কারও।

   

Sreelekha Mitra

তাই রাজনৈতিক হোক কিংবা সামাজিক যে কোন বিষয়েই গলা তুলতে একবারও দ্বিধা করেন না অভিনেত্রী। তাই প্রয়োজনে রাজ্যের শাসকদলের বিরুদ্ধেও সুর চড়াতে দ্বিধা করেন না অভিনেত্রী। যার ফলে সরকারি কোন অনুষ্ঠান তো দূরে থাক ফিল্ম ফেস্টিভাল কিংবা দুর্গাপুজোর কার্নিভালিও ডাক পান না তিনি।যদিও তা নিয়ে আফসোস নেই অভিনেত্রীর।
তবে মাঝেমধ্যেই রাজনৈতিক কিংবা সামাজিক যে কোনো বিষয়েই বেশ মজা করতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি তেমনই ফের একবার সোশ্যাল মিডিয়া একটি মজার পোস্ট করেছিলেন শ্রীলেখা। যেখানে তিনি জানিয়েছেন তিনি ‘মমতা রোগে’ ভুগছেন। কিন্তু আসলে কি এই মমতা রোগ? অভিনেত্রীর এই একটা মন্তব্যই উস্কে দিয়েছে নানান জল্পনা। আসলে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। এই ছবিটা দেখা গিয়েছেন কালো রঙের একটি পোশাক পরে  মিরর সেলফি নিচ্ছেন অভিনেত্রী।
শ্রীলেখা মিত্র,Sreelekha Mitra,টলি অভিনেত্রী,Tolly Actress,মমতা রোগ,Mamata Rog,সোশ্যাল মিডিয়া পোস্ট,Social media post
আর সেই ছবির ক্যাপশনের তিনি লিখেছেন ‘ভুঁড়িটা কমবে না মনে হচ্ছে দিয়ে দেই ড্রেসটা কাউকে? এখনো ট্যাগ খুলিনি… এরকম পোস্ট হয়তো কোনও অভিনেত্রী করে না তাই না? কী করব আমাকে মমতা রোগ ধরেছে যে।’  কিন্তু আসলে এই মমতার রোগ বলতে ঠিক কি ইশারা করলেন তিনি তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অভিনেত্রীর এই পোস্টের  কমেন্ট সেকশনে উঁকি দিলে তা বোঝা যায় খুব সহজেই।