• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পাঠান’এর দাদাগিরি শেষ! বলিউডকে টেক্কা দিতে আসছে সাউথের ‘দাসারা’, হুঙ্কার দক্ষিণী অভিনেতার

‘আরআরআর’ (RRR), ‘কেজিএফ’ (KGF), ‘কানতারা’ (Kantara) অতীত! নতুন বছরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন বাজি ‘দাসারা’ (Dasara)। অন্তত সাউথ সুপারস্টার ননী (Nani) তো তেমনটাই বলছেন। এই দক্ষিণী অভিনেতা এমন একজন ব্যক্তিত্ব যিনি দর্শকদের খুব কম কথা দেন। কিন্তু যখন কথা দেন, তখন দর্শকরা বুঝে যান, সত্যিই এটা হতে চলেছে। আর এবার এই ননীই সাউথের পরবর্তী ব্লকবাস্টার হিসেবে ঘোষণা করেছেন ‘দাসারা’র নাম।

গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষরা এখন আপাতত ‘পাঠান’ জ্বরে কাবু। ভারতে তো বটেই বিদেশের বক্স অফিসেও ঝড় তুলেছে শাহরুখ খানের সিনেমা। সেই ‘পাঠান ম্যানিয়া’র মাঝেই প্রকাশ্যে এসেছে ননীর আগামী সিনেমা ‘দাসারা’র টিজার। আর বলাই বাহুল্য, তা দেখার পর দর্শকরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন। একদিনের মধ্যে ইউটিউবে ৭ মিলিয়নের অধিক ভিউ হয়ে গিয়েছে এই টিজারের।

   

Dasara movie

সোমবার, সপ্তাহের শুরুতেই প্রকাশ্যে এসেছে ননীর আগামী ছবি ‘দাসারা’র টিজার। টিজার লঞ্চ অনুষ্ঠানেই দক্ষিণী ইন্ডাস্ট্রির আগামী ব্লকবাস্টার সিনেমা হিসেবে ‘দাসারা’র নাম নিয়েছেন তিনি। অভিনেতার কথা শুনে অনেকের ‘অহংকার’ মনে হলেও, তাঁর অনুরাগীদের বক্তব্য সবকিছু ভেবেচিন্তেই বলেছেন তিনি।

‘দাসারা’র টিজার লঞ্চ অনুষ্ঠানে ননী সাফ বলেন, ‘২০২২ সালে টলিউড ভারতকে ‘আরআরআর’ দিয়েছে। কন্নড় ইন্ডাস্ট্রি ‘কেজিএফ’ এবং ‘কানতারা’ দিয়েছে। ২০২ সালে আমরা ভারতকে ‘দাসারা’ দেব’। অভিনেতার কথা শুনেই বোঝা যাচ্ছে, তাঁর আগামী ছবির সাফল্য নিয়ে তিনি বেশ নিশ্চিত।

Dasara movie

দক্ষিণী অভিনেতা ননীর বক্তব্য শুনে নেটিজেনদের একাংশের মত, রিলিজের আগেই ছবির তুলনা ‘আরআরআর’ কিংবা ‘কেজিএফ’এর মতো ব্লকবাস্টার ছবির সঙ্গে করা ঠিক হয়নি। যদিও এই তত্ত্ব মানতে নারাজ ননী অনুরাগীরা। ইতিমধ্যেই টিজার দেখে দর্শকদের তরফ থেকে পাওয়া প্রতিক্রিয়া দেখেও মনে খুব একটা ভুল বলেননি অভিনেতা।

প্রসঙ্গত, গত বছর দক্ষিণী ছবির দাপটে রীতিমতো কোণঠাসা হয়ে গিয়েছিল বলিউড। একের পর এক সাউথের ছবি বক্স অফিসে ঝড় তুলছিল এবং ব্যর্থ হচ্ছিল হিন্দি সিনেমা। তবে ‘পাঠান’এর হাত ধরে নতুন বছরের শুরুটা ভালো হয়েছে। এবার দেখা যাক, বছরভর বলিউড এই ধারা বজায় রাখতে পারে কিনা।