• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২২ গজের মাঠ কাঁপিয়ে এবার বড় পর্দায় দাদা! বায়োপিকে নায়ক খোদ সৌরভ গাঙ্গুলি? রইল ভাইরাল পোস্টার

সৌরভ গাঙ্গুলি (Sourav ganguly), নামটা গোটা পৃথিবী তো বটেই, বাংলার বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে। ক্রিকেটের মাঠে হোক বা টিভির পর্দায় সর্বত্রই মহারাজ তিনি। দাদা নামেই সকলের কাছে পরিচিত সৌরভ গাঙ্গুলি। এছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি। তাঁর জীবনের কাহিনী নিয়ে বায়োপিক তৈরির খবর গতবছরই প্রকাশ্যে এসেছি। সেই খবর প্রকাশ্যে আসার পরেই মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে গিয়েছিল।

তবে বায়োপিকের (Biopic) কাজ কতদূর এগোলো, কোন অভিনেতাকে দেখা যাবে দাদার চরিত্রে কিছুই জানা যায়নি। মাঝে কিছু অভিনেতাদের প্রস্তাব দেওয়া নিয়ে কিছু খবর প্রকাশিত হলেও অফিসিয়াল কোনো ঘোষণা এপর্যন্ত হয়নি। তবে সম্প্রতি একটি পোস্টারকে ব্যাপক ভাইরাল হয়েছে। যেটা সৌরভ গাঙ্গুলির অভিনয়ে আসার জল্পনাকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে।

   

Sourav Ganguly সৌরভ গাঙ্গুলী

যে পোস্টারটি ভাইরাল হয়েছে সেখানে লেখা রয়েছে মেগা ব্লকবাস্টার (Mega Blockbuster)। আর পোস্টারে ছবিতে নীল পাঞ্জাবি পরে হাসি মুখে দেখা যাচ্ছে সৌরভ গাঙ্গুলিকে। এমনিতেই দাদার ছবি বা ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়ে পরে, সেখানে এটা কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে! নিমেষের মধ্যেই সর্বত্র ছড়িয়ে গিয়েছে পোস্টার।

Sourav Ganguly mega Blockbuster Poster

ছবি দেখে সকলের মনেই একটা প্রশ্ন জেগেছে সেটা হল, তবে কি এবার সত্যিই অভিনয়ে পা রাখছেন সৌরভ গাঙ্গুলি? সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে পোস্টারের পিছনে কলকাতার ব্যস্ত রাস্তার ব্যাকগ্রাউন্ড দেখে অনেকেই ভাবছেন হয়তো বায়োপিকে নিজেই অভিনয় করবেন সৌরভ গাঙ্গুলী। আবার অনেকের মতে না সিনেমা নয় হয়তো বা কোনো বিজ্ঞাপনের জন্য এভাবে পোস্টার দেওয়া হয়েছে।

পোস্টারটিকে শেয়ার করে লেখা রয়েছে, রিলিজিং ৪থ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ২ দিন পর। তাই আসল সত্যিই জানার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। মহারাজ নিজেও এই নিয়ে এখনও পর্যন্ত  কোনো মন্তব্য করেননি। তবে স্বাভাবিকভাবেই রীতিমত উত্তেজনা বেড়ে গিয়েছে সৌরভ অনুরাগীদের মধ্যে।

প্রসঙ্গত, আগামী ১৬ সেপ্টেম্বর ইডেন গার্ডেনের মাঠে লেজেন্ডস লীগে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। এদিন ইয়ন মর্গানের একাদশের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ত্ব করবেন তিনি। এছাড়াও এশিয়া কাপের ম্যাচের আগেই দুবাই যাবেন সৌরভ।