• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ভাসান ডান্সও ভালোই পারেন’ রিয়্যালিটি শোয়ের মঞ্চে সৌরভের সিক্রেট ফাঁস করলেন স্ত্রী ডোনা

বাঙালির আবেগের সাথে যে কটি নাম জড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ক্রিকেটের মাঠে মহারাজ আর বাস্তবে দাদা নামেই সকলে চেনে তাকে। তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিও (Dona Ganguly) সকলের কাছে বেশ পরিচিত। বিশেষত নিজের অসাধারণ নাচের জন্য দেশে বিদেশে বেশ খ্যাতি রয়েছে তাঁর। কিছুদিন আগেই চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ পত্নী ডোনা। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে গিয়েছেন। সম্প্রতি হাজির ‘ডান্স ডান্স জুনিয়ার’ (Dance Dance Junior) রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিশেষ অতিথি হয়ে।

ওড়িশি নৃত্যশিল্পী হিসাবে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে ডোনা গাঙ্গুলির। তবে প্রচারের এল থেকে দূরে থাকতেই ভালোবাসেন তিনি। এর আগে ‘দাদাগিরি’র মঞ্চে দেখা গেলেও রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিশেষ করে ড্যান্স রিয়্যালিটি শোয়ে কখনোই দেখা যায়নি তাকে। তবে দিওয়ালি স্পেশ্যাল পর্বে বিশেষ বিচারক হিসাবে দেখা যাবে তাঁকে। এই বিশেষ পর্ব সম্প্রসারিত হবে আগামী ২২ ও ২৩শে অক্টোবর।

   

Sourav Ganguly,Dona Ganguly,Sourav Ganguly vasan dance,Dance Dance Junior,Star Jalsha,সৌরভ গাঙ্গুলি,ভাসান ডান্স,ডোনা গাঙ্গুলি,ডান্স ডান্স জুনিয়ার

ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে দিওয়ালি স্পেশ্যাল পর্বের একটি প্রমো রিলিজ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট শিল্পীদের নাচ দেখে মুগ্ধ ডোনা গাঙ্গুলি। তবে শুধুই দেখা নয়, নিজেও তাদের সাথে নাচে তাল মিলিয়েছেন। এর পাশাপাশি ফাঁস করেছেন সৌরভ গাঙ্গুলির একটি অজানা সিক্রেট।

Dona Ganguly in Dance Dance Junior

আসলে শোয়ের সঞ্চালক ‘ভাসান বাপি’ এর সাথে কথোপকথনের সময় দাদার আরও একটি গুণের সম্পর্কে জানান তিনি। ডোনা বলেন, ‘ভাসান ডান্স হল বাঙালির প্যাশন। মহারাজাদাও খুব নাচেন… ভাসান ডান্স। যখনই খুশি হয় তখনই নাচতে শুরু করে দেয়’। এটা শুনে ভাসান বাপি তো বটেই বাকি বিচারক থেকে দর্শকেরাও বেশ খুশি হয়েছেন।

প্রসঙ্গত, এদিক দীপাবলি উপলক্ষে মা কালির আরাধনার একাধিক গানে নাচতে দেখা গিয়েছে প্রতিযোগীদের। তাদের নাচ দেখে মুগ্ধ হয়েছেন ডোনা গাঙ্গুলি। দুর্দান্ত এই সমস্ত নাচ তিনি জানান, ‘আমি ভাবিনি যে বাচ্চারা এত সুন্দর নাচবে। সবাই দারুন পারফর্ম করেছেন, জানি না কে ফার্স্ট, সেকেন্ড থার্ড হবে, তবে সবাই সত্যিই খুব ট্যালেন্টেড। যদি নাচটা ধরে রাখতে পারে তাহলে আগামী দিনে ভারতে সুযোগ্য নৃত্যশিল্পীর অভাব হবে না’।