• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘যা শুরু হয়েছে তা শেষ হবেই’! জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা 

সিরিয়াল (Serial) মানেই দর্শকদের বিনোদনের অন্যতম জনপ্রিয় মধ্যম। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখেই মনের ক্লান্তি দূর হয় যে কোনো  সিরিয়ালপ্রেমী দর্শকদের। আর বিগত প্রায় ২ বছর ধরে দর্শকদের ড্রয়িংরুমের টিভির পর্দা থেকে সোজা  মনের মধ্যে জায়গা করে নিয়েছে একটাই সিরিয়াল তা হল ‘মিঠাই’ (Mithai)।

একটা সময় ছিল যখন একটানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ‘বেঙ্গল টপার’-এর শিরোপা পেয়েছিল এই ধারাবাহিক। আর সেই সিরিয়ালে এখন বেঙ্গল টপার হওয়া তো দূরে থাক, জায়গা পাচ্ছে না সেরা পাঁচেও।  দিনে দিনে কমতে শুরু করেছে সিরিয়ালের টিআরপি (TRP)। যেটা কিছুটা হলেও স্বাভাবিক।কারণ সব সময় একটা সিরিয়াল যে একটানা টপ করে যাবে এমনটা হতে পারে না।

   

Mithai Serial Time Slot Changed from 14th November Confirms Director

এইভাবে সিরিয়ালের টিআরপি কমতে শুরু করায় ইদানিং ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হচ্ছে গোটা মিঠাই পরিবারকে। প্রধান নায়ক নায়িকা অর্থাৎ মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় তো রয়েইছে সেই সাথে রয়েছেন স্ক্রিপ্ট রাইটার থেকে পরিচালক সকলেই। এরই মধ্যে গোদের  ওপর বিষফোঁড়া হয়ে এসেছে একটি বড়সড়ো আপডেট।

খুব তাড়াতাড়ি আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। জানা যাচ্ছে আগামী মাসেই অর্থাৎ ১৮ই নভেম্বর থেকে রাত আটটার স্লটে দেখা যাবে জি বাংলার এই নতুন ধারাবাহিক। অন্যদিকে খবর আসছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পিলু  শেষ হয়ে যাওয়ায় ওই ছটার স্লটের জায়গা দেওয়া হয়েছে মিঠাই কে। যা নিয়ে ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন মিঠাই ভক্তরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,টিআরপি,TRP,সিরিয়াল শেষ,Air Off

তাদের দাবি প্রথমে সময় পরিবর্তন এবং তার কিছুদিনের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরেই সিরিয়ালও শেষ করে (Air Off) দিতে চলেছেন নির্মাতারা। এই পরিস্থিতিতে সম্প্রতি মুখ খুলেছিলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু নিজে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন ‘যা শুরু হয়েছে তা একদিন না একদিন শেষ হবে। কোন কিছুই তো আর দিনের পর দিন চলতে পারে না। কোন কিছুই চিরস্থায়ী নয়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,টিআরপি,TRP,সিরিয়াল শেষ,Air Off

এখানেই শেষ নয় দর্শকদের আশ্বাস দিয়ে মিঠাই অভিনেত্রী জানিয়েছেন এই মুহূর্তে ধারাবাহিক বন্ধ হচ্ছে না। তবে ধারাবাহিক যখন বন্ধ হবেন তখন নাকি দর্শকরাও বুঝতে পারবেন। সেই সাথে কম টিআরপি রেটিং নিয়ে সৌমিতৃষা বলেছেন ‘একটা সময়ে সব ধারাবাহিকের টিআরপি কমে। এটাই স্বাভাবিক।’