• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকার অভাবে মরতে বসেছিল ৫ মাসের শিশু! ভগবানের দূত হয়ে প্রাণ বাঁচালেন সোনু সুদ

কথায় আছে যার কেউ নেউ তার ভগবান আছেন। হয়ত সেই ভগবানই কখনও রক্ত মাংসের মানুষ রূপে নেমে আসেন মানুষের উপকারে। এমনই এক অবতার বলিউড তথা দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। কেউ কোনোও বিপদে পড়েছে আর সোনু সুদকে জানিয়েও কোনোও সাহায্য পায়নি এই ঘটনা বিরল।

বলিউডের বিখ্যাত অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। মূলত বলিউড সিনেমায় খল চরিত্রেই অভিনয় করতেন অভিনেতা। তবে গত বছর করোনা মহামারীর সময় থেকে অসহায় মানুষদের পাশ দাঁড়িয়ে একপ্রকার গরিবের মাসিহা হয়ে গিয়েছেন সোনু সুদ। এবারেও নিজের মানবিকতার পরিচয় দিলেন অভিনেতা।

   

sonu sood,rajasthan,child,heart,রাজস্থান,সোনু সুদ,বলিউড

রাজস্থানের ৫ মাসের শিশু সানিয়ার জন্ম থেকেই হার্টে ফুটো। রাজস্থানের জালোর জেলার ভিনমালের বাসিন্দা প্রমোদ কুমারের ছেলে প্রভু লাল জিনগরের ছোট থেকেই হৃদয়ে ছিদ্র থাকায় তার গরীব মা বাবা একপ্রকার আশাই ছেড়ে দিয়েছিল। ইতিমধ্যেই পুচকের পিছনে ৯ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে, তবুও সন্তানকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারেনি খুদের পরিবার।

sonu sood,rajasthan,child,heart,রাজস্থান,সোনু সুদ,বলিউড

এবার এই পরিবারের কাছেই ত্রাতা হয়ে এলেন অভিনেতা৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর অসুস্থ শিশুর পরিবার একটি মাত্র ট্যুইট করে বিষয়টি জানিয়েছিলেন সোনুকে। কোনোদিন ভাবেননি যে সোনুর দিক থেকে কোনোওরকম সাহায্য পাওয়া সম্ভব। কিন্তু সোনু এই ঘটনা প্রত্যক্ষ করা মাত্রই তার ফাউন্ডেশন টিম শিশুটিকে উদ্ধার করতে জালোরে পৌঁছায়।

 

এরপর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুম্বইয়ে। সেখানে ২৫ দিন চিকিৎসার পর খানিক সুস্থ হতেই ওই শিশুকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। সোনু সুদ ফাউন্ডেশনের ইনচার্জ হিতেশ জৈন জানান, জালোর জেলার সানিয়ার শ্বাসতন্ত্র বন্ধ হয়ে গিয়েছিল, তার হৃদয়ে ছিদ্র ছিল। প্রায় ৮ ৯ লাখ টাকা খরচ হয়ে গেছে তার চিকিৎসার পিছনে। এরপর সোনুর উদ্যোগে ওই শিশুর চিকিৎসা করানো হয় মুম্বইয়ে, এবং এখন সে সম্পূর্ণ সুস্থ। খুশিতে ওই মেয়ের নাম বদলে বাবা মা রেখেছেন সোনু। এই ভালো খবর নিজেই শেয়ার করেছেন সোনু।