• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মানসিক অশান্তি কিংবা আর্থিক সমস্যা? মুশকিল আসানে এই নিয়মে বাড়িতে লাগান অ্যালোভেরা

চারপাশে ইঁটকাঠ কংক্রিটের  দুনিয়ায় সবুজে ঘেরা গাছপালা চোখের আনন্দ তো বটেই সেই সাথে শরীর  স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ভালো। এখনকার দিনের বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য  বাড়ির চারপাশে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন। তাছাড়া এখনকার দিনে গাছ ভালবাসেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে।

তাই এমন অনেক বাগানীই রয়েছেন যাদের কাছে কর্মব্যস্ত জীবনের মধ্যেও গাছ লাগানো থেকে গাছের যত্ন নেওয়া এক ধরনের নেশার মত। যে নেশা একবার পেয়ে বসলে তা ছাড়ানো সত্যিই মুশকিল। আর এখনকার দিনে বড় বড় ফ্ল্যাট বাড়ির সামনে উঠোন কিংবা বাগান করার মতো জায়গা পাওয়া সত্যিই মুশকিল। তাই তাদের কাছে ছাদবাগানই ভরসা।

   

লাইফস্টাইল,Lifestyle,ইন্ডোর প্ল্যান্ট,Indoor Plant,অ্যালোভেরা,Aloevera,উপকার,Benefits

তাই দিনে দিনে বাড়ছে ইন্ডোর প্ল্যান্টের (Indoor Plant) চাহিদা। এক্ষেত্রে বাগানিদের কাছে ভীষণ পরিচিত একটি ইন্ডোর  প্লান্টিং এর গাছ হল অ্যালোভেরা (Aloevera)। ভরপুর অক্সিজেন শুধু নয় এই গাছের যে হাজারও উপকারিতা রয়েছে তা বলে বোঝানো মুশকিল। অ্যালোভেরা গাছের উপকারিতার কথা উঠলে বরাবরই  উঠে আসে বাস্তুবিদদের বলা বেশ কিছু উপদেশের কথা।

বাস্তুবিদদের পরামর্শ 

বাড়িতে সুখ শান্তি ফেরাতে কিংবা আর্থিক অবস্থা স্বচ্ছল করতে অ্যালোভেরা গাছ বিশেষ উপকারী। বাস্তুশাস্ত্র মতে বলা হয়ে থাকে এই গাছ লাগানোর বেশ কিছু নিয়ম রয়েছে। বাস্তু বিশেষজ্ঞদের মতে অ্যালোভেরা গাছ সব সময় লাগানো উচিত পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায়। তাই ঘর সাজানোর কাজে পরিষ্কার জায়গায় এই গাছ লাগালে যেমন মন ভালো থাকে। তেমনি ঘরের ভেতর খোলামেলা জায়গায় এই গাছ লাগালে অক্সিজেনও খুব ভালোভাবে পৌঁছায়।

লাইফস্টাইল,Lifestyle,ইন্ডোর প্ল্যান্ট,Indoor Plant,অ্যালোভেরা,Aloevera,উপকার,Benefits

তাছাড়া এই গাছ লাগালে অদ্ভুত একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। তবে বাড়ির যে কোন জায়গায় এই গাছ লাগালে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এই গাছ লাগানো উচিত যে কোন গৃহস্থ বাড়ির উত্তর-পূর্ব দিকে। আর তাতেই আমূল পরিবর্তন ঘটে যে কোনো গৃহস্থের জীবনে।

অ্যালোভেরা গাছ থেকে পাওয়া বেশ কিছু উপকার

অ্যালোভেরা গাছ লাগালে অদ্ভুত একটা পজিটিভ শক্তি কাজ করে। যা দূরে ঠেলে দেয় চারপাশের সমস্ত নেগেটিভিটিকে। প্রসঙ্গত অ্যালোভেরা গাছ বাড়িতে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তোলে। যার ফলে মানুষের শরীর এবং মন দুটোই অনেক ভালো থাকে। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়িতে অ্যালোভেরা গাছ লাগালে মানসিক শান্তি আসে।

অ্যালোভেরা গাছ লাগানোর পদ্ধতি

লাইফস্টাইল,Lifestyle,ইন্ডোর প্ল্যান্ট,Indoor Plant,অ্যালোভেরা,Aloevera,উপকার,Benefits

যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তারা সকলেই জানেন এই গাছ লাগানোর পর বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন হয় না।  শুধু কোন ছায়া জায়গায় যেখানে আলো কম আসে সেখানে রাখলেই হয়। আর শুকিয়ে গেলে মাঝেমধ্যে জল দিলেই আবার নতুন করে বেড়ে ওঠে সেই গাছ। সাথে গজিয়ে ওঠে নতুন চারা গাছ।

(বিশেষ দ্রষ্টব্য :অ্যালোভেরা গাছ নিয়ে বস্তুবিদদের এই পরামর্শ সম্পর্কে যাচাই করে দেখেনি বং ট্রেন্ড। তাই ব্যক্তি বিশেষে এর ফল আলাদাও হতে পারে)