• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন বছর ২০২১-এ আরো একাধিকবার হবে চন্দ্র ও সূর্যগ্রহণ! কি বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন আজই

পৃথিবীতে প্রতি বছরই সূর্য গ্রহণ (Solar Eclipse) ও চন্দ্র গ্রহণ (Lunar Eclipse) হয়ে থাকে। ইতিমধ্যেই ২০২০ তে অনেকগুলি সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ পড়েওছিল। তবে আগত বছরে অর্থাৎ ২০২১ এ গত বছরের তুলনায় আরো বেশি সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ থাকবে বলেই জানা যাচ্ছে।

প্রদক্ষিণকালে কখনো কখনো পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন একই সরল রেখায় এসে উপস্থিত হয়। আর চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে এসে পরে তখন চাঁদ এর ছায়া পৃথিবীতে পরে সূর্য কে ঢেকে দেয়। তখন পৃথিবীতে সূর্য গ্রহণ হয়। অনুরূপভাবে পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝে এসে পরে তখন চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে পারে না আর তখনই হয় চন্দ্র গ্রহণ।

   
  • সূর্য গ্রহণ

সূর্য গ্রহণ Solar Eclipse

গত বছরের তুলনায় এবছর একটি করে অতিরিক্ত গ্রহণ আছে। নতুন আগত বছরে ২ টি চন্দ্রগ্রহণ ও ২ টি সূর্যগ্রহণ আছে। মহাকাশবিদরা বছর শুরুর আগেই দিয়েছেন এমনই তথ্য। যেমনটা জানা যাচ্ছে নতুন বছরের প্রথম সূর্য গ্রহণ হতে চলেছে  জুনে অর্থাৎ ১০/০৬/২০২১ তারিখ।

সূর্য গ্রহণ Solar Eclipse

ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর ১টা ৪২ মিনিট থেকে। আর গ্রহণ শেষ হবে সন্ধে ৫ টা ৪১ মিনিটে। আটলান্টিক মহাসাগরের বেশ কিছু জায়গা থেকে গ্রহনটি দেখা যাবে। এছাড়াও উত্তর আফ্রিকা, ইউরোপ ও এশিয়া, দক্ষিণ আফ্রিকা, প্রায় সব জায়গা থেকেই এই সূর্য গ্রহণ দেখা যেতে পারে  ।

  • চন্দ্র গ্রহণ

আগত বছরের ৪ঠা ডিসেম্বর তারিখে দ্বিতীয় ও সর্বশেষ সূর্য গ্রহণ দেখা যাবে । আটলান্টিক মহাসাগরের বেশ কিছু জায়গা থেকে ওইদিন দেখা যেতে পারে সূর্য গ্রহণ। এরপাশাপাশি অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ভারত মহাসাগর থেকেও এই গ্রহণ দেখা যাবে।

Lunar Eclipse চন্দ্র গ্রহণ

সূর্যগ্রহণের মতো চন্দ্র গ্রহণ ও আগত নতুন বছরে দুটি পড়েছে। নতুন বছরে দুটি চন্দ্র গ্রহণ দেখবে পৃথিবী। প্রথম চন্দ্রগ্রহণ হবে ২৬ শে মে অর্থাৎ ২৬/০৫/২০২১। ভারতীয় সময় অনুযায়ী  গ্রহণ শুরু হবে দুপুর ২টো ১৭ মিনিটে। আর গ্রহণ শেষ হবে  সন্ধে ৭টা ২১ মিনিটে। ভারত মহাসাগরের বেশ কিছু জায়গা থেকে এই চন্দ্র গ্রহণ দেখা যাবে।  উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা-সহ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকেও এই চন্দ্র গ্রহণ দেখা যাবে।

Lunar Eclipse চন্দ্র গ্রহণ

পরবর্তী চন্দ্র গ্রহণ আবার হবে নভেম্বর মাসে, টানা ২ দিন ব্যাপী এই দ্বিতীয় চন্দ্র গ্রহণ টি ঘটিত হবে ১৮ ও ১৯ একটি চন্দ্রগ্রহণ হবে। ভারতীয় সময় অনুযায়ী বেলা ১১টা ৩১থেকে সন্ধে ৬টা ৩৬ পর্যন্ত ওই দিন চন্দ্র গ্রহণ দেখা যাবে। এটি পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ নয়! চাঁদকে আংশিক দেখা যাবে পৃথিবী থেকে।