• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্বাসকষ্ট নিয়ে তড়িঘড়ি ভর্তি হলেন হাসপাতালে

গুরুতর অসুস্থ বিখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। আজ অর্থাৎ বৃহস্পতিবারই তড়িঘড়ি করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এসএসকেএম এর উর্বান ব্লক এ ভর্তি রয়েছেন বর্ষিয়ান গায়িকা। গ্রিন করিডোর এর মাধ্যমে দ্রুততার সাথে হাসপাতালে পৌঁছানো হয়েছে তাকে। তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিগত ২৩ শে জানুয়ারি বাথরুমে পড়ে চোট পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি, শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছিলেন গায়িকা। তবে গতকাল সন্ধ্যা থেকে পরিস্থিতির আরও অবনতি হতে শুরু করে। শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা সাথে ফুসফুসের সংক্রমণও ধরা পড়ে। এমনকি গায়ের জর পর্যন্ত রয়েছে তাই করা হয়েছে আরটিপিসিআর পরীক্ষা । তবে এখনো পর্যন্ত পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া যায়নি।

   

সন্ধ্যা মুখোপাধ্যায়,Sandhya Mukherjee,Sandhya Mukherjee Hospitalized

যেমনটা জানা যাচ্ছে আজ দুপুর একটা কুঁড়ি নাগাদ লেক গার্ডেন্সের বাড়ি থেকে গ্রিন করিডোর এর মাধ্যমে সন্ধ্যা মুখোপাধ্যায় কে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। বর্তমানে উডবার্ন এর 103 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য ইতিমধ্যেই গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডে কার্ডিয়লজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞরা রয়েছেন।

দুদিন আগেই পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষনা করা হয়েছে। সেই তালিকায় নাম ছিল গায়িকার। কিন্তু সেই সন্মান ফিরিয়ে দিয়েছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। বর্তমানে ৯০ ছুঁয়েছেন গায়িকা। নিজের সারাটা জীবন একনিষ্ঠভাবে সঙ্গীত সাধনা করেছেন। আপামর বাঙালি তাঁর গানের জাদুতে মুগ্ধ। এমন একজন প্রবাদপ্রতিম শিল্পীকে এই বয়সে পদ্মশ্রী দেওয়া অপমানজনক বলেই মনে করছে শিল্পী মহল।