• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কয়েকশো কোটির সিনেমা ফ্লপ! ছবি ফ্লপ হওয়ার পর ক্ষতি সালমাতে টাকা ফেরত দিয়েছেন এই ৫ তারকারা

একসময় বিনোদন বলতে বলিউড (Bollywood) নামটা সবার আগে উঠে আসত। এক সে এক সুপারহিট ছবি থেকে সুপারস্টারদের নাম মাথায় আসে বলিউডের নাম উঠলেই। সাথে ছবির দৌলতেই কোটিপতি হয়েছেন এমন তারকাদের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু ছবি হিট হলে যেমন লাভের মুখ দেখেন, তেমনি ফ্লপ হলে ক্ষতির মুখও দেখতে হয়।

সম্প্রতিকালে যেন গ্রহণ লেগেছে বলিউডে, একেরপর এক ছবি ফ্লপ হচ্ছে। আর ছবি ফ্লপ হওয়ার পর নির্মাতাদের পারিশ্রমিক পর্যন্ত ফেরত দিতে হচ্ছে সুপারস্টারদের। তবে এমনটা প্রথমবার হয়নি। এর আগেও বহুবার বহু বলি তারকা ফিল্ম ফ্লপ হওয়ার পর টাকা ফেরত দিয়েছেন। আজ এমনই ৫ তারকাদের তালিকা নিয়ে হাজির হয়েছি।

   

Shahrukh Khan scholership in trobe university

১. শাহরুখ খান (Shahrukh Khan) : বলিউডের বাদশাহ নামেই পরিচিত শাহরুখ খান। যে ছবিতে তিনি আছে সেই ছবিই হিট, এমনটাই মনে হয় সকলের। তবে সব ছবি হয়তো কারোরই হিট হয় না কিছু ব্যর্থতা তো থেকেই যায়! শাহরুখ খানের কেরিয়ারেও এমন কিছু ফ্লপ ছবি রয়েছে। যেমন ‘অশোকা’ ও ‘পহেলি’ এই দুই ছবিতেই অভিনয় করেছিলেন শাহরুখ খান। তবে ছবি ফ্লপ হলে নির্মাতাদের ৫০% টাকা ফেরত দিয়েছিলেন তিনি।

Bollywood,Rajnikant,Salman Khan,Shahrukh Khan,Amir Khan,Flop Movies,বলিউড,বলিউড গসিপ,সালাম খান,শাহরুখ খান,আমির খান,বিজয় দেবরাকোন্ডা,রজনীকান্ত

২. বিজয় দেবরাকোন্ডা (Vijay Debrakonda) : দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা। তবে ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন তিনি। প্রথম হিন্দি ছবি ‘লাইগার’ নিয়ে বেশ আশাবাদী ছিলেন অভিনেতা থেকে নির্মাতা সকলেই। কিন্তু ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়। জানা যায় এরপর অভিনেতা ক্ষতিপূরণ বাবদ ৬ কোটি টাকা ফেরত দেন।

Aamir Khan in a state of shock after the failure of Laal Singh Chaddha

৩. আমির খান (Amir Khan) : গতমাসে রিলিজ হয়েছিল আমির খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’। দীর্ঘ চার বছর পর কোনো ছবি রিলিজ করেছিলেন বলিউডের পারফেকশনিস্ট। কিন্তু শুরু থেকেই বিতর্ক ও বয়কটের মুখ পড়তে হয় ছবিটিকে। এরপর রিলিজ হলে যথারীতি ফ্লপের তালিকায় চলে যায় ছবি। সূত্ৰেমত জানা যাচ্ছে ছবি ফ্লপ হওয়ায় নিজের সম্পূর্ণ পারিশ্রমিক ফেরত দিয়ে দেন আমির খান। তবে এই খবরের সতত্যা যাচাই করা যায়নি প্রযোজকদের তরফ থেকে।

Rajnikant

৪. রজনীকান্ত (Rajnikant) : দক্ষিণী সুপারস্টার বা থালাইভ নাম পরিচিত রজনীকান্ত। শোনা যায় রজনীকান্তের সিনেমা রিলিজের দিন দক্ষিণ ভারতে ছুটি ঘোষণা করা হয় কারণ সিনেমা হলের বাইরে উপচে পড়ে ভিড়। কিন্তু ২০০২ সালে ‘বাবা’ নামের একটি ছবিতে কাজ করেছিলেন অভিনেতা যেটা ফ্লপ হয়। এরপর ‘লিঙ্গা’ নামক ছবি রিলিজ করে, কিন্তু সেটাও ব্যাপক সাফল্য পাইনি। এরপর নির্মাতাদের ১০ কোটি টাকা ফেরত দিয়েছিলেলন অভিনেতা।

Salman Khan cries while telling story how anil kapoor helped him in need

সালমান খান (Salman Khan) : বলিউডের ভাইজান সালমান খান, তার সিনেমার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন ভক্তরা। তবে সব ছবি কি আর সুপারহিট হয়, কিছু ছবি ফ্লপও হয়। ২০১৭ সালে ‘টিউবলাইট’ ছবিতে অভিনয় করেছিলেন সালমান খান। কিন্তু ছবিটি ফ্লপ হয়। জানা যায় সেইসময় নিজের থেকেই ছবির নির্মাতাদের ৩২ কোটি টাকা ফেরত দিয়েছিলেন ভাইজান।