• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কিং খানের ছবির প্রচারে বেঘোরে মারা পড়েছিল এক ভক্ত, এবার প্রকাশ্যে ক্ষমা চাইবেন শাহরুখ!

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) তার ভক্তদের কাছে ঈশ্বর সমান। শাহরু অন্ত প্রাণ তাদের। তাই কিং খানকে একঝলক দেখার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে পারেন তার অসংখ্য অনুরাগী। তাই বলিউড বাদশাকে নিয়ে পাগলামির অন্ত নেই তার ভক্তদের মধ্যে। শাহরুখও তার অনুরাগীদের মনপ্রাণ দিয়ে ভালোবাসেন।প্রয়োজনে তাদের জন্য নিজের সবটা উজার করে দিতে কখনও কার্পণ্য করেন না কিং খান।

অথচ একবার তার ছবির প্রচারে গিয়েই আচমকা মৃত‍্যু হয়েছিল তার এক ভক্তের। যার জেরে আদালতের দরজা অবধিও যেতে হয়েছিল কিংখানকে। দিনটা ছিল ২০১৭ সালের ২৩ জানুয়ারি। সেসময় ‘রইস’ (Raise) ছবির প্রোমোশনের কাজে তুমুল ব্যস্ত ছিলেন বলিউড বাদশা। সেসময় ছবির প্রচারে গিয়ে এমনই একটা অঘটন ঘটে গিয়েছিল যার ফল মাশুল এখনও গুনতে হচ্ছে শাহরুখ খানকে।

   

শাহরুখ খান,Shahrukh Khan,রাইস,Raise,ভক্ত,Fan,মৃত্যু,Death,প্রোমোশন,Promotion

জানা সেসময় ছবির প্রমোশনে অভিনবত্ব আনতে ট্রেনে চেপেই প্রচারের কাজ করছিলেন বাদশা। বলিউড বাদশা বলে কথা, তাই তার এক ঝলক পাওয়ার জন্য কার্যত উপচে পড়েছিল মানুষের ভীড়। সেসময় পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যেতে শুরু করে। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোকজনকে ছত্রভঙ্গ করার জন্য বেধড়ক লাঠিচার্জ করতে শুরু করেছিল পুলিশ।

তবে সেসময় ব্যাপক পুলিশি লাঠিচার্জে নিহত হয়েছিলেন একজন শাহরুখ ভক্ত। সেসময় এই ঘটনার জেরে দেশজুড়ে শুরু হয়েছিল ব্যাপক তোলপাড়। মৃত ব‍্যক্তির পরিবারের সদস‍্যরা শাহরুখের একাধিক অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু এই দুর্ঘটনায় যে শাহরুখের কোনও হাত ছিল না তা জানিয়ে গুজরাট হাইকোর্টে দাখিল হয় পিটিশন।

শাহরুখ খান,Shahrukh Khan,রাইস,Raise,ভক্ত,Fan,মৃত্যু,Death,প্রোমোশন,Promotion

পিটিশনে দাবি করা হয়েছিল, মৃত ব‍্যক্তি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত‍্যুতে শাহরুখের কোনো হাত নেই। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর বৃহস্পতিবার এই মামলায় ফের আবেদন পেশ করা হয় গুজরাট হাইকোর্টে। আগামী ২৪ তারিখে শুনানি হতে চলেছে এই মামলার। শোনা যাচ্ছে, আদালত এবারের শুনানিতে শাহরুখ খানকে প্রকাশ‍্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিতে পারেন।