• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন আমরা সুবিচারের জন্য কাঁদছি! ৬ মাস পেরিয়েছে সুশান্ত মৃত্যুর, ডিজিটাল বিক্ষোভের আহ্বান সুমনের

এবছরের ১৪ই জুন প্রয়াত হয়েছেন বলিউডের (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। অভিনেতার মৃত্যুর পর থেকেই গোটা দেশ বিক্ষোভে ফেটে পরে। অভিনেতার মৃত্যুর তদন্তের দাবি ওঠে, ও শুরু হয় তদন্ত। বর্তমানে দীর্ঘ ৬ মাস অতিক্রান্ত সুশান্ত মৃত্যু তদন্তের। অভিনেতা শেখার সুমন (Sekhar Suman) এদিন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার দ্রুত নিস্পত্তির জন্য ডিজিটাল বিক্ষোভের (Digital Protest) ডাক দেন।

সুমনের মতে ছয় মাস কেটে গেলেও এখনো মামলার কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তাই এই ডিজিটাল বিক্ষোভের প্রয়োজন আছে। সুমন ডিজিটাল আন্দোলন চেয়ে একটি টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘ সুশান্ত সিং রাজপুত আমাদের ছেড়ে চলে গিয়েছে প্রায় ৬ মাস হল। এখনো আমরা চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষায় রয়েছি। করা আসল দোষী? আর কেনই বা আমরা কেঁদে যাচ্ছি সুশান্ত মামলার বিচারের জন্য ? কোনো আশা কি আর বাকি আছে? আমাদের এক হওয়া উচিত, এক হয়ে প্রত্যেকে মিলে ডিজিটাল বিক্ষোভ করা উচিত’। সাথে এসএসআরডিজিটালপ্রটেস্ট এর হ্যাসট্যাগ দিয়েছেন সুমন।

   

এখানেই শেষ নয়, একাধিক টুইট করেছেন অভিনেতা। একটি টুইটে সুমন সংবাদ মাধ্যমগুলির কাছেও সহযোগিতা ও সমর্থনের আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ দেশের সমস্ত নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়া কর্মীদের কাছে আমার আবেদন সুশান্ত মৃত্যুর বিষয়টি আরেকবার পুনর্বিবেচনা করা। কারণ ন্যায়  বিচারে দেরি মানে হল ন্যায় বিচার না পাওয়া। সুশান্ত মামলার নিস্পত্তির প্রয়োজন। দীর্ঘ ছয় মাস কেটে গিয়েছে এই মামলায়।’ সাথে ছিল এসএসআরডিজিটালপ্রটেস্ট এর হ্যাসট্যাগ।

প্রসঙ্গত, শেখার সুমন সেই সমস্ত অভিনেতাদের মধ্যে পড়েন যারা শুরু থেকেই সুশান্ত মৃত্যুর যথাযথ তদন্তের দাবি করেছিলেন। আজ সুশান্তের মৃত্যুর পর ছয় মাস কেটে গেলেও চূড়ান্ত ফলাফলের কোনো আশাই পাওয়া যাচ্ছে না। তাই সুমন এই ডিজিটাল বিক্ষোভের ডাক দিয়েছেন।