• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউড থেকে বলিউড সর্বত্রই মিলছে কাজের অফার, বাবা দেখতে পেল না সাফল্য আক্ষেপ প্রকাশ শাশ্বতর

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। রুপোলি পর্দায় তাঁর দুর্দান্ত অভিনয় মন কেড়েছে সমস্ত দর্শকের। সাধারণ সিনেমা থেকে গোয়েন্দাগিরি সবেতেই সমানভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ফিল্মি দুনিয়াতে তো বটেই, ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রেখেছেন তিনি। নিজের কাজের জন্য আজ  দর্শক তো বটেই সমালোচকদের কাছেও প্রশংসিত শাশ্বত চট্টোপাধ্যায়।

সেই শুরু থেকেই ‘শবর’ চরিত্রে বাঙালির মনে গেঁথে গিয়েছে অভিনেতার নাম। শবর এর গোয়েন্দাগিরি নিয়ে তৈরী প্রথম ছবি সুপারহিট হয়েছিল। এরপর আরও পর্ব বেরিয়েছে সেগুলিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার আবারও ‘তীরন্দাজ শবর’ রিলিজ করতে চলেছে, যেখানে গোয়েন্দার চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে তাকে। এই ছবি নিয়েও বুকভরা প্রত্যাশা থাকছেই।

   

Saswata Chatterjee,Subhendu Chatterjee,Tollywood,Tollywood actor saswata,Saswata Chatterjee Regret,শাশ্বত চট্টোপাধ্যায়,শুভেন্দু চট্টোপাধ্য্যায়,টলিউড অভিনেতা,শবর,গোয়েন্দা শবর,তীরন্দাজ শবর

শুধু যে টলিউড তা কিন্তু নয়, টলিউডের পাশাপাশি বলিউডেও সমানভাবে নিজের জনপ্রিয়তা তৈরী করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাকে। বলি তারকাদের এতে কাজ করেছেন, এমনকি দক্ষিণী ইন্ডাস্টির থেকেও অফার মিলেছে। সুতরাং বলা যেতেই পারে বাঙালি হলেও টলিউড, বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি দাঁপিয়ে বেড়াচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

কিন্তু এর সাফল্য থাকলেও জীবনে একটা আফসোস রয়ে গিয়েছে অভিনেতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আফসারের কথা প্রকাশ্যে আনেন তিনি। শাশ্বত জানান, এত সাফল্য ও কাজের সুযোগ থাকলেও সেটা বাবা শুভেন্দু চট্টোপাধ্যায় (Subhendu Chatterjee) দেখে যেতে পারলেন না। আজও বড় কোনো কাজের সুযোগ এলেই সবার প্রথমে বাবার কথাই মনে আসে। কিন্তু তিনিই আর নেই, ছেলের সাফল্য দেখার জন্য।

Saswata Chatterjee with Father Subhendu Chatterjee

কেন এমন আফসোস? কারণ শুরুতে যখন অভিনয়ের জগতে আসেন অভিনেতা তখন বড়পর্দায় সুযোগ পাওয়া বেশ কঠিন ছিল। সেই কারণে বড়পর্দায় অভিনয়ের সুযোগ হয়নি প্রথমেই। বাবাও ভাবতেন যে ছেলে হয়তো ছোটপর্দা থেকে বড়পর্দায় আর  অভিনয়ের সুযোগ পাবে না। তবে নিজের অভিনয়ের দক্ষতা দিয়েই আজ লক্ষ লক্ষ দর্শকের মন জয় করেছেন তিনি।

সময়টা ২০১২-১৩, এই সময় থেকেই সস্মত চট্টোপাধ্যায়ের ভালো সময় শুরু হয়। একাধিক কাজের প্রস্তাব আসতে থাকে। সিনেমা থেকে ওয়েব সিরিজ আজ সর্বত্রই তার চাহিদা তুঙ্গে। বলতে গেলে বাংলা ছবি ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি।