• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রেণীকক্ষে হাতেনাতে ধরা পড়েছিলেন সারা আলী খান,’জঘন্য কাজ’-র জন্য পেয়েছিলেন শাস্তিও

বলিউডের (Bollywood) ‘স্টার কিড’-দের নিয়ে চর্চার শেষ নেই নেটিজেনমহলে (Netizen)। সইফ-পুত্র (Saif Ali Khan) তৈমুর (Taimoor) যেভাবে একসময়ে বিনোদনের (Entertainment) খবরের শিরোনামে থাকত, তা সত্যিই অভূতপূর্ব। একইভাবে বর্তমানে অপর এক চর্চিত নাম সইফ-কন্যা সারা আলী খান (Sara Ali Khan)। সইফের প্রথম স্ত্রী অমৃতা সিং রাওয়ের (Amrita Singh Rao) গর্ভজাত সারা। সম্প্রতি সামনে এসেছে সারার জীবনের এক গোপন গল্প, যার জন্য হাতেনাতে ধরা পড়ে অপমানিত হতে হয় অভিনেত্রীকে!

বলিউডের নয়া ‘ক্রাশ’ এই মুহূর্তে সারা আলী খান। অভিনয় হোক বা দুর্দান্ত নৃত্যশৈলী, মুখের অভিব্যক্তি হোক বা শরীরী উষ্ণতা, সবদিক থেকেই সারা হয়ে উঠছেন অপ্রতিরোধ্য। অভিনয়ের মতো স্টাইলের দিক থেকেও বি-টাউনের অন্যান্য অভিনেত্রীদের টক্কর দিচ্ছেন সারা। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বিপরীতে ‘কেদারনাথ’ (Kedarnath) ছবিতে বলিমহলে অভিষেক হয় সারার। ছবিতে দু’জনের রসায়ন নজর কাড়ে সকলেরই। যদিও পৃথিবী ছেড়ে চলে গেছেন সুশান্ত, তবুও বিপরীতের অভিনেত্রী সারা এগিয়ে চলেছে স্বমহিমায়। যদিও এরই মাঝে অভিনেত্রীর এমন কান্ড ফাঁস হয়েছে, যাতে রেগে আগুন সারার শিক্ষক!

   

সারা আলী খান Sara Ali Khan

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার দুষ্টুমি সম্পর্কে অকপট হয়েছিলেন সারা। স্কুলে ক্লাসরুমের ফ্যানের ব্লেডে মধ্যে আঠা লাগিয়ে কীভাবে শিক্ষকের চক্ষুশূল হয়ে উঠেছিলেন অভিনেত্রী, সে কথা বিস্তারিত জানান সারা। ফ্যান চালানোর সাথে সাথে সেই আঠা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে, স্বাভাবিকভাবেই ছোট্ট সারার এই কাজে প্রচন্ড রেগে যায় তাঁর শিক্ষক।

সারা আলী খান Sara Ali Khan

সারা যে ছোটবেলায় প্রচন্ড দুস্টু ছিলেন, তার প্রতিফলন এখনও দেখা যায় সেটে বা অভিনয়ে। ছোটবেলায় এহেন দুষ্টুমির ফলে সাসপেনশনের মুখোমুখি হন সারা। যদিও পরবর্তীতে সারার ক্ষমা চাওয়ার ফলে কোনো গুরুতর সিদ্ধান্ত নেননি শিক্ষক। সেইসময়ে সারাকে যখন প্রশ্ন করা হয় যে সে এই কান্ড কেন ঘটিয়েছে, তিনি কিন্তু চুপ করে থাকাতেই বেশি স্বচ্ছন্দবোধ করেছিলেন! এহেন দুস্টু সারা কিন্তু নিউইয়র্কের (New York) কলম্বিয়া বিশ্ববিদ্যালয় (Columbia University) থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক।