• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্যান্ডি যেখানে ঝামেলা সেখানে! বসন্ত বিলাস মেসবাড়ির সেটে শ্রীতমার সাথে ঝগড়া, বন্ধ শ্যুটিং

ইতিমধ্যেই ছোট পর্দায় নিজের পসার জমিয়ে ফেলেছেন বাংলার বিখ্যাত ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha)। খবর শুনেই উচ্ছসিত হয়েছিলেন স্যান্ডি ভক্তরা। তাছাড়া স্যান্ডির নিজেরও বহুদিনের ইচ্ছা সে নায়িকা হবে। কালার্স বাংলার (Colors Bangla) ‘বসন্ত-বিলাস মেসবাড়ি’ (Basanta Bilas Messbari) এর হাত বিনোদন জগতে পা রাখেন স্যান্ডি।

সিরিয়ালের নায়িকার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন স্যান্ডি, ইতিমধ্যেই তার ধামাকাদার এন্ট্রির প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাথায় টুপি, চোখে লাল হলুদ চশমা আর ঠোঁটে হালকা লিপস্টিক পরে এন্ট্রি নিয়েই স্যান্ডি বলে ওঠে, “এই নটি আমি পিপস।” এরপর সোজা চুমুর অঙ্গভঙ্গি। তার এই দুষ্টু মিষ্টি ভিডিও দারুণ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এত ভালো সুযোগ পেয়েও ঝামেলা না বাঁধিয়ে থাকতে পারলেন না তিনি৷

   

Sandy Saha Colors Bangla Basanta Bilas Messbari

এবার নাকি, তিনি বিবাদে জড়িয়েছেন সিরিয়ালের অন্যতম মুখ্য চরিত্র শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে। ঝগড়া নাকি একটা সময় এত দূর গড়ায় যে কিছু সময়ের জন্য শ্যুটিং ও বন্ধ হয়ে যায়। পর্দার ভাইবোন তারা, এমনি দুজনের সম্পর্ক ভালোই। কিন্তু সেদিন মাত্রাতিরিক্ত ইয়ার্কির জেরেই শুরু হয় ঝামেলা।

শ্রীতমা ভট্টাচার্য,বসন্ত বিলাস মেসবাড়ি,স্যান্ডি সাহা,কালার্স বাংলা,Sreetama Bhattacharya,basanta bilas messbari,sandy saha,colors bangla

আসলে শ্রীতমা কল টাইমে পৌঁছে রেডি হয়ে বসেছিলেন। কিন্তু স্যান্ডি আসতে দেরি করেন। তারপরে, মেকাপ রুমে একসাথে রিল ভিডিও -ও বানান৷ কিন্তু স্যান্ডিকে দেরির কারণ জিজ্ঞেস করা হলে তিনি শ্রীতমাকে নিয়ে মজা করতে শুরু করেন। এতেই বেজায় চটে যান শ্রীতমা, এবং একসময় ফ্লোর ছেড়ে বেরিয়েও যান শ্রীতমা৷

এই সময়-এর এক প্রতিবেদন অনুসারে শ্রীতমা জানিয়েছেন, ‘একসঙ্গে থাকতে গেলে ঝগড়া তো হতেই পারে। তবে ফ্লোরের একটা ডেকরাম থাকে। আমি সেটা মেনটেইন করি। ও তো জানে না, নতুন এসেছে। আর ও একটু ছেলেমানুষ। সারাক্ষণ মজা করছে, ইয়ার্কি মারছে। কিন্তু কাজের জায়গায় তো এটা সবসময় চলে না। ওকে সেটা বুঝতে হবে। নয়তো ভবিষ্যতে কাজ পেতে ওরই সমস্যা হবে।’