• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডবল ধামাকা! ‘ধুম-৪’ এ সলমন এবং অক্ষয় এক স্ক্রিনে, জল্পনা নিয়ে মুখ খুললেন বলি-খিলাড়ী

‘ধুম – ৪’ (Dhoom-4) নিয়ে বলিপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে এই ছবিতে নাকি এক সঙ্গে পর্দা মাতাতে চলেছেন বলিউডের ভাইজান সলমান খান (Salman Khan) এবং খিলাড়ী অক্ষয় কুমার (Akshay Kumar)। বিগত কতেক সপ্তাহ জুড়ে এই নিয়েই হইহই লেগে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন, অক্ষয় কুমার।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় কুমার সাফ জানান,” ধুম ৪ নিয়ে যে জল্পনা চলছে তা একেবারেই সত্যি নয়। একেবারেই ভুয়ো খবর।” এই জল্পনার সূত্রপাত কোথা থেকে সেই রহস্যও ভেদ করেন অভিনেতা। তিনি জানান, দিন কয়েক আগেই এক নেটিজেন তথা সলমন এবং অক্ষয়ের এক অনুরাগী ‘ধুম-৪’ এর কাল্পনিক কাস্ট হিসেবে সলমন অক্ষয়কে নিয়ে একটি পোস্টার বানান৷ আর সেই পোস্টার নিমেষে ভাইরাল হয়ে পড়ে ঝড়ের গতিতে।

   

dhoom 4,salman khan,akshay kumar,bollywood,সলমন খান,অক্ষয় কুমার,বলিউড

স্বভাবতই উত্তেজনা বাড়তে থাকে দুই অভিনেতার অনুরাগীদের মধ্যে। কিন্তু অক্ষয় সমস্ত কৌতুহলের অবসান ঘটিয়ে অক্ষয় জানিয়ে দেন, এই জল্পনা সম্পূর্ণ মিথ্যা। প্রসঙ্গত, ইতিমধ্যেই অক্ষয় জানিয়েছেন তার আসন্ন ছবি ‘বেল বটম’ (Bell Bottom) মুক্তির দিনক্ষণ। মুক্তির প্রহর গুনছে তার আরেকটি ছবি ‘ সূর্যবংশীয় ‘।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে ‘দাবাং খান’ অর্থাৎ সলমন খান (Salman khan) বলিউড কাঁপাচ্ছেন এবং আজও তিনি খুবই সক্রিয়। সম্প্রতি প্রকাশিত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ বেশ শিরোনাম করেছে। যদিও কিছু লোক এই ছবিটি মোটেই পছন্দ করেনি তবে এটি সত্ত্বেও, ছবিটি প্রথম দিনেই সর্বাধিক দেখা ছবিতে পরিণত হয়েছিল।

তবে বলিউডে কোন ছবির পাবলিসিটি ঠিক কী ভাবে হয়, তা বলা মুশকিল! এই ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বরাবর পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে সলমন খান আর অক্ষয় কুমারকে ছবিতে দেখিয়ে এসেছে। ২০০৪ সালে রুপোলি পর্দায় যে দ্বৈরথের শুরু হয়েছিল ডেভিড ধাওয়ানের (David Dhawan) পরিচালনায় মুঝসে শাদি করোগি (Mujhse Shaadi Karogi) ছবিতে। এর পরে ২০০৬ সালে শিরীষ কুন্দের (Shirish Kunder) জান-এ-মন (Jaan-E-Mann) ছবিতেও এই এক রসায়ন ব্যবহার করেছিলেন!