• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পুষ্পা’ ছবির সাফল্যের পিছনে রয়েছে মালদার সাগরের অবদান! বাংলার ছেলে এবার পাড়ি দেবে হলিউডে

গোটা দেশের নিরিখে বেশ ছোট্ট একটা রাজ্য পশ্চিমবঙ্গ। কিন্তু এই বাংলার ছেলে মেয়েদেরই প্রতিভা সারা বিশ্ব বন্দিত। গান বলুন, খেলা বলুন, বা চলচ্চিত্র কোথায় বাঙালিরা নিজেদের প্রতিভা, মেধার ছাপ রাখেননি? বলিউড, টলিউড, দেশ দেশান্তরি পেরিয়ে বাঙালিরা সেরা। কিন্তু অনেকেই হয়ত জানেন না সাম্প্রতিক কালের অন্যতম সুপারহিট ছবি ছবি ‘পুষ্পা’র সাফল্যের পিছনেও রয়েছে এক বাঙালি ছেলে কৃতিত্ব।

মালদার ছেলে সাগর পাসওয়ান, তার হাতেই তৈরি পুষ্পার স্পেশ‍্যাল ভিডিও এফেক্ট । মালদার সানিপার্কে বসেই ২৩ বছরের এই ছেলে করেছেন পুষ্পা ছবির কাজ। শুধু পুষ্পাই নয় বাঙ্গারাজু, ঘানির মতো ছবির স্পেশ‍্যাল ভিডিও এফেক্ট বানিয়েছেন তিনি। শুধু দক্ষিণী ছবি নয়, বলিউডের হিরোপন্তি ২, শর্মাজি নমকিন এর মতো ছবিতেও রয়েছে তার আঙুলের জাদু।

   

সাগর পাসওয়ান,পুষ্পা,VFX,আল্লু অর্জুন,Sagar paswam,pushpa,malda,allu arjun,মালদা

নিম্নবৃত্ত পরিবার থেকেই বেড়ে ওঠা সাগরের, বাবা সামান্য একটা বেসরকারি সংস্থায় কর্মরত। পুরাতন মালদার গৌড় কলেজ থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়েছেন তিনি। কোনোওরকম রয়েছে মাথা গোঁজার ঠাঁই আর সেখান থেকেই মেধা ঠিকরে বেরোয় তার। অ্যানিমেশনের প্রতি ঝোঁক তার ছোট থেকেই। এরপর বাহুবলীর দুর্দান্ত VFX এর কাজ দেখে তিনি ঠিকই করে নেন সিনেমাই বানাবেন। ইউটিউব, বাবাই দা বলে এক সিনিয়র, পরে মালদায় এরিনা অ্যানিমেশন ইন্সটিটিউট থেকে কাজ শিখেছেন তিনি। নিজের দক্ষতায় এবার হলিউড থেকেও ডাক পাচ্ছেন সাগর।

সাগর পাসওয়ান,পুষ্পা,VFX,আল্লু অর্জুন,Sagar paswam,pushpa,malda,allu arjun,মালদা

প্রসঙ্গত, আল্লু অর্জুনের ছবি পুষ্পার সব গানই তুমুল জনপ্রিয়। শুধু গানই বা বলছি কেন আল্লু অর্জুনের এই সিনেমার গান, সংলাপ, দৃশ্য, নায়কের হাঁটার স্টাইল সবই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। বলাই বাহুল্য আল্লু অর্জুনের এই ছবি সারা দেশ জুড়ে রমরমিয়ে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলেছে। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। শুধু দক্ষিণ ভারতে নয় গোটা দেশেই এই ছবি চলেছে রমরমিয়ে।এই মুহুর্তে পুষ্পার সেকেন্ড পার্টের অপেক্ষায় দিন গুনছেন দর্শকেরা৷