• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই মিলেছিল মাকে ধর্ষণের হুমকি! ভাগ্যিস বেঁচে নেই, তাই অপমানের থেকে রেহাই : রূপঙ্কর বাগচী

সামাজিক মাধ্যম থেকে ধেয়ে আসা বিদ্রুপ আর হিংসাও ভয়ঙ্কর রূপ নিতে পারে পারে। এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলার গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) সাথে হওয়া ঘটনা! আজ থেকে প্রায় আড়াই মাস আগে বিখ্যাত গায়ক কেকে’কে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে নেটিজেনদের বাগচী তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছিল রূপঙ্কর বাগচীকে।

ঠিক তারপরেই লাইভ পারফর্মেন্সের সময়েই মৃত্যু হয় কেকের। কেকে’র মৃত্যুর পরেই  রূপঙ্করের জীবনেও নেমে আসে অশান্তি। রুপঙ্করের ‘হু ইজ কেকে ম্যান’, বলে ছুঁড়ে দেওয়া প্রশ্নই কাল হয়ে আসে জীবনে। নিন্দা ভর্ৎসনা ও কুরুচিকর মন্তব্যে ভেসে যায় গায়কের সোশ্যাল মিডিয়া।

   

Rupankar Bagchi song theft allegation

সেদিন রূপঙ্কর বাগচীর প্রশ্নের কড়া জবাব দিয়েছিল উত্তেজিত ও ক্ষেপুটে বাঙালি জনতা। তবে একদিনেই শান্ত নেয়নি, দিনের পর দিন কখনো গালি গালাছ তো কখনো হুমকি এমনকি পরিবারের লোকেদের প্রতিও নানা বিশ্রী মন্তব্য করা হয়। যার জেরে ক্ষমা চেয়েও সেভাবে লাভ নেয়নি। সেই স্মৃতি আজও ভুলতে পারেননি তিনি। সম্প্রতি পালিত হয়েছে রুপঙ্করের মায়ের জন্মবার্ষিকী।

মায়ের জন্মদিনে ফের মনে পরে যায় সেই আক্রোশের ঘটনা! রুপঙ্কর বাগচীর স্মৃতিচারণায় উঠে এসেছে, খুন ও ধর্ষনের হুমকির ঘটনা! তিনি জানান, গত ৩১শে মে থেকে নেটপাড়ার জনগণের কাছে তুমুল সমালোচনার পাত্র হয়ে বসেন তিনি। ট্রোলের হাত থেকে রক্ষা পায়নি তার পরিবারও। সেই আক্রমনের জেরে বেশ ভেঙ্গে পড়েছিলেন তিনি । সাহায্য নিতে হয়েছিল মনোরোগ বিশেষজ্ঞের।

Rupankar Bagchi mother got rape threats

মায়ের জন্মবার্ষিকীতে এদিন গায়ক মায়ের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করে লেখেন যে, ‘মা, তোমার আজ জন্মদিন। তুমি যদি বেঁচে থাকতে তাহলে তোমার বয়স হতো ৭৩।ভালোই হয়েছে তুমি আর নেই মা।নাহলে এই বয়সে ধর্ষণের হুমকি পেতে হয়তো! কারণ তোমার ছেলের নাম রূপঙ্কর। এই গানটি তোমার প্রিয়। তাই তোমার জন্য।’

রূপঙ্কর এদিন যে ভিডিও পোস্ট করেন তার মায়ের উদ্দেশ্যে সেখানে প্রেক্ষাপটে শোনা যায় ‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।’ সেটাই নাকি তার মায়ের খুব পছন্দের গান। তাই মায়ের স্মৃতি আঁকড়ে পছন্দের গানটি বাজিয়েছেন ছেলে রূপঙ্কর।