• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউড তো বটেই হলিউডকেও টেক্কা দিচ্ছে দক্ষিণী ছবি RRR, তিন দিনে ৪৫৬ কোটি তৈরী হল নতুন ইতিহাস

ভারতবর্ষ তো বটেই গোটা বিশ্বে রীতিমত সাড়া ফেলে দিয়েছে সম্প্রতি রিলিজ হওয়া দক্ষিণী ছবি আরআরআর (RRR)। এস এস রাজামৌলি (S.S Raja Mouli) পরিচালিত এই ছবিতে একাধিক সুপারস্টারদের দেখা গিয়েছি, জুনিয়ার এনটিআর (Junior NTR), রাম চরণ (Ram Charan), আলিয়া ভাট, অজয় দেবগানের মত অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করতে দেখা গিয়েছে। বিগ বাজেটের এই ছবি রীতিমত হিলিয়ে রেখে দিয়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে।

ছবি রিলিজ হয়ে একসপ্তাহও পেরোয়নি। তবে একসপ্তাহ যেতে না যেতেই যে টাকার  ব্যবসা হয়েছেসেটা সত্যিই  অসাধারণ। ভারতের বাইরে বিদেশেও একাধিক প্রেক্ষাগৃহে চালানো হয়েছে এই গান। আর জানলে অবাক হবেন শুরুর তিনি দিনেই মোট ৪৫৬ কোটি টাকা ঘরে তুলেছেন নির্মাতারা।

   

RRR,Junior NTR,Ram Charan,South Indian Film,Alia Bhatt,Ajay Devgan,RRR Box Office Collection,আরআরআর,রামচরণ,জুনিয়ার এনটিয়ার,RRR makes History

এমনিতেই বলিউডের ওপর সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি বেশ ভারী পড়ছে বিগত কয়েক মাস ধরে। সেখানে বিগ বাজেটের ছবি বাকি সমস্ত ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। শুরুর ৩ দিনের মধ্যেই বিশ্বে মোট ৪৫৬ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। যেটা বাহুবলি, পুষ্পা ছবির রেকর্ডকেও টেক্কা দিয়ে  দেবে। তাছাড়া করোনা পরিস্থিতি এখনও সম্পূর্ণভাবে মিটে যায়নি তাই মনে রাখতে হবে এই সময়ে এই বিশাল অঙ্কের ব্যবসা সত্যিই ঐতিহাসিক।

RRR,Junior NTR,Ram Charan,South Indian Film,Alia Bhatt,Ajay Devgan,RRR Box Office Collection,আরআরআর,রামচরণ,জুনিয়ার এনটিয়ার,RRR makes History

জানলে অবাক হবেন এই সিনেমার টিকিট প্রায় সর্বত্রই হাউসফুল চলছে। এক একটা টিকিটের দাম উঠছে প্রায় ২১০০ টাকা পর্যন্ত। এমনকি সিনেমা হলে স্ক্রিনের সামনে কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে কিছু জায়গায়। তেলেগু ছাড়াও কন্নড়, হিন্দি, মালায়ালম, সহ মোট ৫ টি ভাষাতে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে একাধিক গান রয়েছে তবে সেগুলি পুষ্পা এর গানের মত সুপারহিট হয়নি। অবশ্য ছবির ডায়লগ কিংও মুখ মুখে ঘুরতে শুরু করেছে।

মুভি রেটিং ওয়েব সাইট Imdb তে এই ছবির রেটিং রয়েছে ৯.৫। অর্থাৎ দর্শকদের ছবিটি যে দারুন পছন্দ হয়েছে সে ব্যাপারে  কোনো সন্দেহই নেই। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ছবিটি ৫৫০ কোটি পার করবে। ছবি রিলিজ হওয়ার পর ২৭শে মার্চ ছিল অভিনেতা রাম চরণের জন্মদিন। এদিন অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে ভক্তরা।