• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রিয়াঙ্কার সাথে ডিভোর্স ঝুলছে! রাহুল রুকমাকে ভালোবাসেন? লাইভে এসে নিজেরাই বললেন খোলাখুলি

বাংলা সিরিয়ালের মধ্যে অনেক সিরিয়েল রয়েছে যেগুলো দেখার জন্য সন্ধ্যে নামলে অপেক্ষায় থাকেন দর্শকেরা। এই সমস্ত সিরিয়ালের মধ্যে একটি সিরিয়াল বিশেষ করে মন কেড়েছে দর্শকদের, সেটি হল দেশের মাটি। নোয়া-কিয়ান দিয়ে শুরু হলেও সিরিয়ালে আরো একটি জুটি রাজা-মাম্পি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। আর সেই কারণেই সিরিয়ালের প্রতি দর্শকদের আকর্ষণ দিনদিন বেড়েই চলেছে। লকডাউনের মধ্যে বিনোদনের রসদ খুঁজতে তাই সকলেই হাজির হচ্ছে এই সিরিয়ালটি দেখতে।

নোয়া-কিয়ান ছাড়াও মুখার্জী বাড়িতে মাম্পি ও রাজার মধ্যেকার প্রেমের সম্পর্ক মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। বর্তমানে নোয়া-কিয়ানের পাশাপাশিই দেখানো হচ্ছিলো রাজা-মাম্পির প্রেমকাহিনী। কিন্তু মুশকিল হল প্রেম শুরু হওয়া মাত্রই মুখার্জী পরিবারে বেজেছে বিচ্ছেদের সুর। একদিকে কিয়ান চলে যাচ্ছে নোয়াকে ছেড়ে। অন্যদিকে মাম্পিকেও চলে যেতে হচ্ছে রাজাকে ছেড়ে। দুজনেই একই দিনে বাড়ি ছেড়ে চলে যাবে।

   

দেশের মাটি Desher Mati Raja Mampi Love Story

রাজা-মাম্পিকে দর্শকরা এতটাই ভালোবাসেন যে তাদের এই বিচ্ছেদ মোটেই মানতে পারছেন না দর্শকরা। রাজা-মাম্পির চরিত্রে অভিনয়ের দৌলতে অভিনেতা রাহুল ব্যানার্জি এবং রুকমা রায়কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকেরা। অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে দর্শকদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে বাস্তবেও কি প্রেম করছেন তারা?

দেশের মাটি Desher Mati New Twist Raja Mampi

সবার সমস্ত উত্তর দিতে এদিন লাইভে এসেছিলেন সকলের প্রিয় রাজা মাম্পি ওরফে রাহুল রুকমা। দর্শকদের অনুরোধ রাখতে এদিন সরাসরি সকলের প্রশ্নের উত্তর দিলেন তারা। রাহুল এই মুহুর্তে করোনা আক্রান্ত অসুস্থতা নিয়েই দর্শকদের দেওয়া কথা রাখলেন তিনি।

 

রাহুল কি রুকমাকে ভালোবাসেন? এই প্রশ্নের উত্তরে রাহুল সাফ জানালেন, “অবশ্যই ভালোবাসি। তবে ভালোবাসার অনেক রঙ হয়। তাই দুষ্টু দুষ্টু যে ভালোবাসার কথা আপনি বলছেন, তা আমাদের মধ্যে নেই।” মাম্পিকে শাড়ি পরে কেমন লাগে, এই প্রশ্নের উত্তরে গান গেয়ে ‘রাজা’ বলেন, ‘আহা মরি মরি, চলিতে চলিতে বাজায়ে কাকন, পরনে নীলাম্বরী “