• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলেদের ভুলে দোষারোপ করা হয় মহিলাদের! পর্নকাণ্ডে শিল্পা শেট্টির পাশে দাঁড়ালেন বলি অভিনেত্রী

বলিউডের হট টপিক এখন শিল্প শেট্টি ও রাজ কুন্দ্রা (Shilpa Shetty & Raj Kundra)। পর্ণকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়ে জেলে আছেন রাজ কুন্দ্রা। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে এই কান্ডকে ঘিরে। পাশাপাশি চলছে ট্রোলিং। এদিকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, এমন অভিযোগ নিয়ে বোম্বে হাই কোর্টের দারস্ত হয়েছেন শিল্পা। এসবের মাঝেই শিল্পা শেট্টিকে সমর্থন জানিয়ে মুখ খুললেন বলি অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadda)।

কিছুদিন আগেই মুম্বাই পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন রাজ কুন্দ্রা। প্রাথমিকভাবে  পর্ণ তৈরীর অভিযোগ থাকলেও ধীরে ধীরে নতুন সমস্ত তথ্য মিলেছে। হোয়াটস্যাপ চ্যাটের মাধ্যমে পর্ণ শুটিং লোকেশন থেকে শুরু করে টাকার লেনদেনের হিসাবে প্রকাশ্যে এসেছে। এছাড়াও রাজের চার কর্মী তাঁর বিরুদ্ধে মুখ খুলেছে।

   

শিল্পা শেট্টি Shilpa Shetty Raj Kundra রাজ কুন্দ্রা

রাজ কাণ্ডে নাম জড়িয়েছে স্ত্রী শিল্পা শেট্টিরও। তবে এবার শিল্পার সমর্থনে মুখ খুললেন আরেক অভিনেত্রী রিচা। পরিচালক হনসল মেহতা একটি টুইটে শিল্পার সমর্থন করেন। হনসল মেহতা তার টুইটে লিখেছেন, ‘ যদি শিল্পার হয়ে কথা না বলতে পারেন তাহলে শিল্পাকে একা ছেড়ে আইনকে নিজের মত বিচার করতে দিন। ওর নিজস্ব ব্যক্তিত্ব ও গোপনিত্য আছে। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক যে তারকাদের দোষ প্রমাণিত হবার আগেই দোষী বলে দেওয়া হয়। ভালো সময়ে সকলে একই সাথে পার্টি করে অথচ  খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না’।

সেই পোস্টেই এদিন রিচা একটি  টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘ পুরুষ  সঙ্গীদের ভুজের জন্য মহিলাদের দোষারোপ করাটা আমাদের কাছে একটা জাতীয় খেলায় পরিণত হয়েছে। আমি খুবই খুশি যে উনি মামলা করেছেন’। আসলে অনেকেরই মন্তব্য স্বামী রাজ কুন্দ্রার পর্ণ তৈরির ব্যবসার কথা জানতেন শিল্পা। কোনো  রকমের প্রমাণ ছাড়াই এই কথা তোলা হয়েছে। যার ফলে ব্যাপক মানহানি হচ্ছে শিল্পার।

https://twitter.com/RichaChadha/status/1421404988077576194

এই সমস্ত মিথ্যে যুক্তির মধ্যে দিয়ে সম্মানহানি হতেই কোর্টের দারস্ত হয়েছেন শিল্পা। সাথে মানহানির হবার কারণে হওয়া বিপুল ক্ষতির ক্ষতিপূরণ হিসাবে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। যদিও কোর্টে  গিয়ে সুরাহা পাবার বদলে মিলেছে ভর্ৎসনা। কোর্টের মতে, শিল্পার ব্যাপারে প্রকাশিত খবর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী প্রকাশিত হয়েছে। জনসমক্ষে হওয়া ঘটনা মানহানিকর হতে পারে না।