• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারাদিন এসি চালিয়েও অর্ধেক হবে বিদ্যুতের বিল! রইল গরমে বিদ্যুৎ বাঁচানোর দুর্দান্ত কিছু টিপস

গরমকাল পড়া মানেই বিদ্যুতের বিল (Electricity Bills) নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচতে পাখা, কুলার থেকে এসি (Ac) ব্যবহার করা হয় ঠিকই। কিন্তু এর ফলে তড়তড়িয়ে বাড়ে বিদ্যুতের বিল। সাশ্রয় করতে চাইলেও কিছু ভুলের কারণে গরমে অতিরিক্ত বিল আসে অনেকেরই। অথচ সকলেই চান যে গরমে যেন অতিরিক্ত বিল না আসে। তাই আজ আপনাদের জন্য কিছু বিদ্যুৎ সাশ্রয়ী উপায় নিয়ে হাজির হয়েছি বংট্রেন্ডের পর্দায়।

আপনি হয়তো ভাবছেন কম টিভি, ফ্রিজ, এসি চালালেই বিল কমবে এমন কথা বলবো। না! একেবারেই তা নয়, বরং কিছু পদ্ধতি রয়েছে সেগুলো মেনে চললেই অনেকটা কমিয়ে আনা সম্ভব বিদ্যুতের বিল। চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতিগুলি যাতে করে গরমে বিদ্যুতের বিল সাশ্রয় করা যাবে (reduce electricity bills in summer) অনেকটাই।

   

Electricity Bill,Summer Electric Bill,Ac Summer BIlls,Save Electricity Bills upto 50%,power saving tips,summer tips to save electric bill,গরমে বিদ্যুৎ সাশ্রয়ের উপায়,ইলেকট্রিক বিল কমানোর উপায়,কারেন্টের বিল কমান

অনেক সময় দেখা যাই বাড়িতে মোবাইল চার্জ দেওয়া হয়ে গেলে বা টিভি দেখা হয়ে গেলে সুইচ অফ করতে ভুলে যান অনেকেই। সেগুলো মনে করে বন্ধ করে দিতে হবে। এতে কিছুটা হলেও বিদ্যুতের অপচয় কমে।

ঘর ঠান্ডা করার জন্য এসি অনেকেই ব্যবহার করেন। তবে এসি চলতে কিন্তু সর্বদা বিশাল পরিমাণ বিদ্যুৎ খরচ হয় না। যতক্ষণ কম্প্রেসার অন থাকে ততক্ষণ বিদ্যুৎ পোড়ে। তাই একেবারে ২৪ বা ১৬ ডিগ্রিতে না দিয়ে এসির তাপমাত্রা যদি ২৬ বা ২৭ এ রাখেন তাহলে খুব একটা গরমের পরিবেশ ও থাকবে না আর কম্প্রেসার সর্বদা না চলার কারণে বিদ্যুৎ ও নষ্ট কম হবে।

Summer AC Bill

এছাড়াও এসি হোক বা যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম কেনার সময় তাতে ষ্টার রেটিং দেখে কিনবেন। জানবেন যার ষ্টার রেটিং যত বেশি তাঁর বিদ্যুতের চাহিদা ততই কম। আর বিদ্যুৎ কম পোড়ার অর্থ টাকার সাশ্রয়।

পুরোনো দিনের টিউবলাইট বা বাল্ব ব্যবহার না করে এলইডি ব্যবহার করতে পারেন। পুরোনো বাল্ব জ্বলতে ১০০ ওয়াট খরচ হলে এলইডি সেই উজ্জ্বলতা অর্ধেকেরও কম যেমন ৪০ ওয়াটের মধ্যেই দিতে পারে। তাই বাড়ির লাইট যদি একবার পাল্টে নেন সে আগামীদিনে বিদ্যুতের বিল কমাতে সাহায্য করবে।