• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রশ্নের মুখে প্রতীক-সোনামনির ‘বেহায়া’! অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ করলেন রানা সরকার 

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি হলো মোহর (Mohor) ধারাবাহিকের প্রতীক সেন (Pratik Sen) সোনামনি সাহা (Sonamoni Saha) জুটি। ছোট পর্দার অভিনেতা অভিনেত্রী হয়েও দর্শক মহলে এই জুটির জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। অনুরাগীরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন ‘সোনাতিক’ (Sonatik)। প্রযোজক রানা সরকারের দৌলতে খুব শিগগিরই বড় পর্দায় আসতে চলেছে তাদের সিনেমা ‘বেহায়া’ (Behaya)।

প্রথমবার বড় পর্দায় একসাথে জুটি বাঁধবেন তারা। এমনটাই এতদিন জেনে এসেছেন সকলেই। এমনকি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেন এই সিনেমার ফার্স্ট লুক। সেখানে দেখা গিয়েছে একেবারে সাদামাটা পোশাকে  ধরা দিয়েছেন প্রতিক সোনামণি জুটি। এমনকি ঠিক হয়ে গিয়েছিল সামনের মাস থেকে শুরু হবে ২৬ তারিখ থেকে শুরু হবে সিনেমার শুটিং। কিন্তু কোথায় কি, সমস্ত পরিকল্পনাই এখন হাঁটু জলে!

   

রানা সরকার,Rana Sarkar,বেহায়া,Behaya,মোহর,Mohor,প্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha

কারণ এই মুহূর্তে প্রয়োজক রানা সরকার (Rana Sarkar) বাংলায় কোনো সিনেমার পিছনে টাকা বিনিয়োগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই কারণেই শুটিংয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে যাওয়ার পরেও বাংলায় সিনেমার শুটিংয়ের অনুকূল পরিস্থিতি না থাকার কারণে অনির্দিষ্ট  কালের জন্য বন্ধ হয়ে গেল প্রতিক সোনামণি জুটির ‘বেহায়া’ সিনেমার শুটিং।

তবে শুধু প্রতীক সোনামণি নয় প্রশ্ন চিহ্ন ঝুলছে পরিচালক সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বারুদ ও আদালত’ এবং রাহুল অরুণাদায় বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম সিনেমা ‘কলকাতা ৯৬’ এর ওপরেও। জানা যাচ্ছে সাপ্লায়ারস এবং ভেন্ডারগিল্ডদের একাংশের সাথে তার বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন। এমনকি বর্তমানে সেটে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ তোলা হয়েছে।

রানা সরকার,Rana Sarkar,বেহায়া,Behaya,মোহর,Mohor,প্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha

তাই এই পরিস্থিতিতে সিনেমার সমস্ত কয়লা কুশলী এবং টেকনিশিয়ানদের সুরক্ষার কথা ভেবে আপাতত অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক রানা সরকার। তবে সেইসাথে তিনি জানিয়েছেন ইতিমধ্যে তিনি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। সেইসাথে তিনি স্পষ্ট  জানিয়েছেন কারও যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ তা যেন তারা আইনি পথে প্রমাণ করেন। তবে সেইসাথে তিনি জানিয়েছেন বাংলায় শুটিং বন্ধ হয়ে গেলেও প্রয়োজনে তিনি বাংলার বাইরে শুটিং করবেন।