• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯০০ কোটি পেরিয়েছে RRR, খুশিতে সহকর্মীদের ১৮ লক্ষ টাকার সোনার কয়েন উপহার দিলেন রাম চরণ

দক্ষিণী প্রয়োজন এস এস রাজামৌলির (S.S Rajamouli) ছবি ‘আরআরআর’ (RRR) ইতিমধ্যেই প্রায় ৯০০ কোটি টাকার বক্স অফিস কালেকশন পেরিয়েছে। যেটা একটা বিরাট সাফল্য। জুনিয়ার এনটিআর (Jr. NTR), রাম চরণ (Ram Charan), অজয় দেবগণ, আলিয়া ভাট অভিনীত এই ছবি শুধু দক্ষিণে নয় গোটা ভারতে বিভিন্ন ভাষায় রিলিজ হয়েছে। আর দুর্দান্ত কাহিনী থেকে ভিএফএক্সের কাজের দৌলতে প্রতিটা দর্শকের মন জিতে নিয়েছে।

তবে যে কোনো ছবি দর্শকে কাছে পৌঁছানোর আগে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী ও পরিচালকের পরিশ্রম থাকে না। সাথে থাকে ছবির গোটা টিম যেমন টেকনিশিয়ান থেকে আরও অনেক সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা। তবেই একটা ছবি দুর্দান্তভাবে ফুটে ওঠে সিনেমা হলের পর্দায়। আর এবার ‘আরআরআর’ ছবির টেকনিশানদের নিজের মত করে ধন্যবাদ জ্ঞাপন করলেন অভিনেতা রাম চরণ।

   

RRR,Ram Charan,Gold Coins,RRR Box office Collection,Ram Charan gave gold coins,আরআরআর,রাম চরণ,সোনার কয়েন দিলেন রাম চরণ,Ram Charan RRR Sucess,South Movie RRR

অভিনেতা নিজে ছবির ব্যাপক সাফল্য পাওয়ার পর গোটা  টেকনিশিয়ান টিমকে দুপুরের লাঞ্চের জন্য ডেকে পাঠিয়েছিলেন। সেই খাওয়া দাওয়ার শেষে একটি মিষ্টির বাক্স দেওয়া হয়েছিল তাদের প্রত্যেককে। সেখানেই উপহার হিসাবে ছিল একটি সোনার কয়েন। টিমের প্রত্যেক টেকনিশিয়ানের জন্য ছিল এই উপহার।

Ramcharan gave RRR movie technicians gold coins worth more than 18 lacs

রাম চরণ মনে করেন, ‘টিমের প্রত্যেকজন সদস্য নিজেদের ১০০% দিয়ে খেটেছে। যার ফলস্বরূপ এমন সুন্দর একটি ছবি উপহার পেয়েছেন দর্শকেরা। যেমনটা জানা যাচ্ছে সকলকে এই সোনার কয়েন উপহার দেওয়া জন্য ১৮ লক্ষ টাকারও বেশি টাকা খরচ করে ফেলেছেন অভিনেতা। যেটা খুব একটা ছোট বিষয় নয়। অভিনেতার এই কাজটির খবর প্রকাশ্যে আসার পর সর্বত্রই চর্চা শুরু হয়েছে। রাম চরণের প্রশংসায় মেতেছেন দর্শক থেকে নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Team RC (@teamrc_eastgodavari)

প্রসঙ্গত, ছবিতে একজন ব্রিটিশ অফিসার হিসাবে দেখানো হয়েছিল রাম চরণকে। যে কিনা শুরু থেকেই নিজের লক্ষ্য স্থির করে রেখেছিল বাবাকে দেওয়া কথা রাখার জন্য। প্রতিটা স্বাধীনতা সংগ্রামী মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য। যাতে ব্রিটিশ রাজত্ব থেকে মুক্তি পাওয়া যেতে পারে।