• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ খান KGF করলে ফ্লপ হত বক্স অফিসে! বলিউডের বাদশাকে ঘুরিয়ে অপমান করলেন রাজ সালুজা

দেশজুড়ে এখন দক্ষিণী সিনেমার বাজার। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে বক্স অফিসে কার্যত থাবা বসিয়েছে সাউথ ইন্ডাস্ট্রি। গত বছরের শেষে ‘পুষ্পা’ (Pushpa) সিনেমা মুক্তির পর জুনিয়র এন টি আর (Junior NTR) এবং রামচরন (Ramcharan) অভিনীত ‘আর আর আর’ (RRR) থেকে শুরু করে কিছুদিন আগেই সুপারস্টার যশ (Yash) অভিনীত কেজিএফ চ্যাপ্টার টু (KGF Chapter 2)। সুপারহিট সাউথের সমস্ত সিনেমা।

সেদিক দিয়ে দেখতে গেলে কার্যত ভরাডুভি চলছে বলিউড ইন্ডাস্ট্রির। তাই বলিউডের এমন হতশ্রী দশা আর সাউথের সিনেমার রমরমা দেখে নিন্দুকরা বলছেন ‘কারো পৌষ মাস তো কারো সর্বনাশ’।প্রসঙ্গত একটু লক্ষ্য করলেই দেখা যাবে সাউথের বেশিরভাগ সিনেমাই  মূলত অ্যাকশন ধর্মী। পর্দায় যশ কিংবা জুনিয়র এনটিআর উপস্থিত থাকা মানে। ধুম ধাড়াক্কা অ্যাকশন হবেই।

   

শাহরুখ খানের,Shahrukh Khan,রাজ সালুজা,Raj Saluja,কেজিএফ চ্যাপ্টার টু,KGF Chapter 2

কিন্তু আশ্চর্যের বিষয় এই যে একই অ্যাকশন ট্রিক্স নিয়ে চললে মুখ থুবড়ে পড়ে বলিউডের সিনেমা। উল্লেখ্য শুক্রবারেই মুক্তি পেয়েছেন আদিত্য রায় কাপুরনা (Aditya Roy Kappoor) অভিনীত এমনই একটি অ্যাকশন ধর্মী সিনেমা রাষ্ট্র কবচ ওম (Rashtra Kavach Om)।যদিও মুক্তির প্রথম দিনেই সেভাবে সাড়া ফেলতে পারেনি এই সিনেমা।

After Shahrukh Khan Kartik Aryan is to be called as Bollywood King says fans

প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল বলিউডের অ্যাকশন হিরো জন আব্রাহাম (John Abrahm )অভিনীত আরো একটি অ্যাকশন ধর্মী সিনেমা ‘অ্যাটাক’ (Attack)। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠছে সাউথের অ্যাকশন ধর্মী সিনেমা আসলে তা বক্স অফিসে সুপারহিট হচ্ছে কিন্তু বলিউডেও  একই ধরণের সিনেমা নিয়ে আসলে তা লাভের মুখ দেখছে কেন? এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছিলেন ‘রাষ্ট্র কবচ ওম’ ছবির চিত্রনাট্যকার রাজ সালুজা (Raj Saluja)।

শাহরুখ খানের,Shahrukh Khan,রাজ সালুজা,Raj Saluja,কেজিএফ চ্যাপ্টার টু,KGF Chapter 2

এ প্রসঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) নাম করেই তিনি বলেছেন শাহরুখ খানও যদি কেজিএফ এর মত সিনেমায় অভিনয় করেন তাহলে সেটিও ফ্লপ হবে। আসলে তার কথায় দর্শকরা কখনো নাকি মেনেই নেবেন না শাহরুখ খান এই ধরনের অ্যাকশন করতে পারেন। সেই সাথে তিনি বলেছেন দর্শকরাই সব তাই দর্শকদের কথা মাথায় রেখেই সিনেমা তৈরি হয়। রাজ সালুজার কথায় জুনিয়র এন টি আর কিংবা যশের মতই আমাদের হিরোরাও অ্যাকশন করুন এটা দর্শকরা চায়না। এরই মধ্যে সে কথা প্রমাণিত হয়েছে।