• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে পোড়া কপাল! ২৬ বছর আগে কেসে দু বছরের জন্য জেলে অভিনেতা রাজ বব্বর

কথায় আছে ‘দের হ্যায় পর অন্ধের নেহি’ অর্থাৎ হয়তো দেরি হতে পারে কিন্তু শাস্তির সাজা পেতে হবে। ঠিক এমনটাই সম্প্রতি ঘটে গেল বলিউডের অভিনেতা রাজ বব্বরের (Raj Babbar) সাথে। ২৬ বছর আগে দায়ের হওয়া এক মামলার জেরে এবার জেল খাটতে হবে অভিনেতাকে। শুনতে অবাক হলেও একেবারে সত্যিই এই ঘটনা।

বলি অভিনেতা আসলে শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেন নি। বরং রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। ২৯৯৬ সালের মে মাসের একটি লোকসভা নির্বাচনের সময় অভিনেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই সময় ভোটার দায়িত্বে থাকা এক পোলিং অফিসারকে নিগ্রহের অভিযোগ উঠেছিল রাজ বব্বরের বিরুদ্ধে।

   

Raj Babbar jailed for 2 years in 26year old Case 1

যেমনটা জানা যায় লখনউ এর সুলতান ই মাদারিস নামের একটি স্কুলে ভোট চলছিল। ভোট চলাকালীনই সেই বুথে ঢুকে পড়েন অভিনেতা। এরপর পোলিং অফিসার কৃষ্ণ সিংকে কাজে বাধা দেন ও শারীরিকভাবে নিগ্রহও করেন তিনি। এরপর তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। মামলায় চার্জশিট দায়ের হলেও সাজা মেলেনি কারোরই।

তবে সম্প্রতি ২৬ বছর পুরোনো এই মামলার রায় বেরোল। দু বছরের জন্য জেল হেফাজত ও  নগদ ৮৫০০ টাকা জরিমানা করা হয়েছে তাকে। এই প্রসঙ্গে অভিনেতার মতামত জানতে চাইলে, এত পুরোনো ঘটনা মনে নেই বলেই জানান তিনি। তাঁর মতে, বুথে ঝামেলার কথা শুনেই গেছিলাম, ঠিক কি হয়েছিল মনে নেই। তবে কোনো সরকারি কর্মচারীকে নিগ্রহ করেননি বলেই দাবি অভিনেতার।

প্রসঙ্গত, রাজনীতির জেরে জেলের পথযাত্রী অভিনেতা কিন্তু অভিনয়ের জগতে বেশ বিখ্যাত। ১৯৫২ সালে উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন রাজ বৱৰ। এরপর নিজের পড়াশোনা শেষ করে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় থিয়েটার ও অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। ওয়ারিস, ঘায়েল,প্রেমগীত, ইনসাফ কা তারাজু এর মত একাধিক সুপারহিট ছবিতেও অভিনয় করেছেন রাজ বব্বর।