• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসাথেই বাবা-ছেলের হাতেখড়ি! রাহুলের পরিচালনায় অভিনয় জগতে পা রাখবে ছেলে সহজ

বাংলা সিনেমা জগতের অন্যতম মাইলস্টোন সিনেমা হল ‘চিরদিনই তুমি যে আমার’। এই ছবির গান থেকে গল্প একসময় মন ছুঁয়েছিল দর্শকদের। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালনায় প্রথম ছবিতেই রাহুলের তুখোড় অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। এই ছবিতেই রাহুলের (Rahul Arunodoy Banerjee) বীপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarcar) । সিনেমায় তাদের মিল দেখা না গেলেও, পর্দার সেই প্রেম গড়িয়েছিল বাস্তবেও।

পরবর্তীতে বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছিলেন রাহুল, প্রিয়াঙ্কা। তাদের এক ছেলেও আছে,তার নাম সহজ (Sahoj)। কিন্তু এরই মধ্যে ছন্দপতন হঠাৎই রাহুল প্রিয়াঙ্কার সুখের সংসারে চিড় ধরে। সম্পর্কের টানপোড়েনের জেরে দাম্পত্য জীবনে ইতি টানেন দুজনেই। বর্তমানে ছাদ আলাদা হলেও একমাত্র ছেলে সহজের কথা ভেবেই হয়তো এখনও আইনি বিচ্ছেদ করেননি রাহুল প্রিয়াঙ্কা। একমাত্র ছেলের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন দুজনেই।

   

রাহুল অরুণোদয় ব্যানার্জী,Rahul Arunodoy Banerjee,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarcar,সহজ,Sahoj,কলকাতা ৯৬,Kolkata 96

আর এবার খুব শিগগিরই একই সিনেমার হাত ধরে একসাথে হাতেখড়ি হতে চলেছে বাবা ছেলের। আসলে খুব শিগগিরই সফল হতে চলেছে রাহুলের দীর্ঘদিনের পরিকল্পনা। আসলে এবার ক্যামেরার সামনে নয় ক্যামেরার পিছনে থেকে সিনেমা তৈরি করতে চলেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই আসন্ন ছবির নাম ‘কলকাতা ৯৬’ (Kolkata 96)। এই সিনেমার কাহিনি, থেকে শুরু করে চিত্রনাট্য, সংলাপ সবই রাহুলের নিজের। কিন্তু এতদিন শুধু প্রযোজকের অভাবে পিছিয়ে ছিল কাজ। জানা গেছে রাহুলের এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন রানা সরকার। জানা গেছে ফিল্ম ক্যামেরাতেই শুট হবে গোটা ছবিটি।

রাহুল অরুণোদয় ব্যানার্জী,Rahul Arunodoy Banerjee,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarcar,সহজ,Sahoj,কলকাতা ৯৬,Kolkata 96

আর সিনেমাতেই অভিনয় করতে দেখা যাবে রাহুলের ছেলে সহজকে। তাই সেদিক দিয়ে দেখতে গেলে এই সিনেমার হাত ধরে যেমন সহজের সিনেমায় প্রথম হাতেখড়ি হচ্ছে তেমনই রাহুলের হাতেখড়ি হতে চলেছে পরিচালনায়। উল্লেখ্য এমনিতে বরাবরই অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন রাহুল। তাই বহু দিন ধরেই সিনেমা তৈরির ইচ্ছা ছিল অভিনেতার। বাবার সিনেমায় সহজের প্রথম অভিনয় প্রসঙ্গে রাহুল বলেছেন ‘‘কাহিনিতে সহজের বয়সের একটা চরিত্র রয়েছে। তাই ওকে নেওয়ার কথা ভাবলাম।’’ ছবির বাকি কাস্টিং চূড়ান্ত না হলেও ঋত্বিক চক্রবর্তী থাকছেন বলে জানা গেছে।

রাহুল অরুণোদয় ব্যানার্জী,Rahul Arunodoy Banerjee,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarcar,সহজ,Sahoj,কলকাতা ৯৬,Kolkata 96

সেই ইচ্ছে থেকেই এবার নিজের প্রথম ছবি তৈরি করছেন রাহুল। নিজের এই নতুন সিনেমা প্রসঙ্গে সংবাদমাধ্যমে রাহুল জানিয়েছেন, ‘এটা তিন দিনের গল্প। দক্ষিণ কলকাতার এক বাঙাল পাড়ার একটা পরিবারে ২০ জুন থেকে ২২ জুনের মধ্যে কী কী হয়, তা নিয়েই আমার ছবি।’ সিনেমায় ১৯৯৬-এর ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের মাঠে সেঞ্চুরির বিষয়টিও দেখানো হবে। তবে এ প্রসঙ্গে রাহুলের সংযোজন ‘‘ওই সেঞ্চুরি আমাদের ছুঁয়ে গিয়েছিল। ওই দিন বাঙালি আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। ফের লড়াই করার ইচ্ছেটা চাগিয়ে উঠেছিল। এটা কিন্তু সৌরভের বায়োপিক নয়, একেবারেই সাধারণ মানুষের গল্প।’’