• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হটাৎই ‘দিদি নং ১’ থেকে উধাও রচনা ব্যানার্জী! ফিরে এসে নিজেই কারণ জানালেন অভিনেত্রী

বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো বলতেই সবার প্রথমে আসে দিদি নাম্বার ওয়ানের (Didi No 1) নাম। দর্শকমহলে এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। সঞ্চালিকা তথা বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ের (Rachna Banerjee) অনবদ্য সঞ্চালনায় এই অনুষ্ঠান পেয়েছে আলাদা মাত্রা। তাই দড়ি নাম্বার ওয়ান-এর কথা উঠলে সবার প্রথমেই  দর্শকদের মনে আসে একটাই নাম। তিনি হলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

আসলে এই শো সঞ্চালনার কাজে তিনি নিজেই হলেন নিজের বিকল্প। প্রথম সিজন থেকেই দীর্ঘ  ১২ বছর ধরে এই শোয়ের সঞ্চালনা করছেন অভিনেত্রী।  মাঝে যদিও একটি করে সিজন সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন অভিনেত্রী জুন মালিয়া এবং অভিনেত্রী দেবশ্রী রায়। যদিও তারা কেউই জনপ্রিয়তার দিক দিয়ে ধারে কাছে যেতে পারেননি রচনা বন্দোপাধ্যায়ের।

   

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দোপাধ্যায়,Rachna Banerjee,শুটিং,Shooting,বিরতি,Break

তাই রচনা বন্দোপাধ্যায় ছাড়া দিদি নাম্বার ওয়ান এক কথায় অসম্ভব। সম্প্রতি অসুস্থতার কারণে শো থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। এই খবরে মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেত্রীর অসংখ্য ভক্তদের।এমনিতে সকলেই জানেন এই বয়সে এসেও দারুন ফিটনেস ফ্রিক অভিনেত্রী। বাড়িতেই করেন শরীরচর্চা।

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দোপাধ্যায়,Rachna Banerjee,শুটিং,Shooting,বিরতি,Break

সম্প্রতি সেই ওয়ার্ক আউট করতে গিয়েই পায়ে চোট পেয়েছিলেন অভিনেত্রী। জানা যায় কার্টিলেজে চোট পান অভিনেত্রী। আর তাই চিকিৎসকের পরামর্শ মেনে প্রায় ৪ দিন সেটে আসেননি তিনি। এই কদিন বাড়িতেই  বিশ্রাম নিয়েছেনতিনি। ৪ দিন পর আজ অবশেষে শুটিং-এ ফিরেছেন রচনা।

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দোপাধ্যায়,Rachna Banerjee,শুটিং,Shooting,বিরতি,Break

প্রসঙ্গত গত বছরের নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সেসময় বাবার মৃত্যুর পর মানসিকভাবে অভিনেত্রী এতটাই ভেঙে পড়েছিলেন যে তার পক্ষে ক্যামেরার সামনে আসা সম্ভব ছিল না।  বাবার মৃত্যু শোক একেবারে নাড়িয়ে দিয়েছিল অভিনেত্রীকে। তাই সে সময় অভিনেত্রীর মনের অবস্থা বুঝে তার বিকল্প সঞ্চালিকার ব্যবস্থা করেছিল চ্যানেল কর্তৃপক্ষ। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন জি বাংলা রান্নাঘরের রানী সুদীপা বন্দ্যোপাধ্যায়। নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই শো সঞ্চালনার দায়িত্ব। সেই সময়েও  বেশ কিছুদিন দিদি নাম্বার ওয়ান-এর শুটিং(Shooting) থেকে বিরতি (Break)নিয়েছিলেন অভিনেত্রী।