• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হতে চেয়েছিলেন বডি বিল্ডার, হলেন বাংলার সেরা কমিডিয়ান, রবি ঘোষের জীবন যেন এক আস্ত সিনেমা

রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার নাম তাঁর, অবশ্য এ নামে তাঁকে চেনেই বা কজন? রবি ঘোষ এই নামটা চেনেনা এমন বাঙালি নেই। তিনি পর্দায় এসে দাঁড়ালে গোমড়ামুখো বাঙালিও হেসে ফেলত নিমেষে। অসাধারণ কমেডি সেন্স তাঁর সাথে নিজস্ব অভিনয়ের ভঙ্গি। স্বয়ং সত্যজিৎ রায় তাঁর ফ্যান ছিলেন। রবি ঘোষ ছাড়া বাঘা চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করতই বা কে?

মঞ্চ বা পর্দা রবি ঘোষ মানেই দম ফাটা হাসি, অথবা দুর্দান্ত অভিনয়ে দর্শকদের চুপ করে বসিয়ে রাখা৷ আজ ৪ ঠা ফেব্রুয়ারী এই কিংবদন্তি অভিনেতার মৃত্যু দিন। ২৫ টা বছর হয়ে গেল তিনি নেই। বাঙালা সিনেমা তাকে সেভাবে ধরে রাখতে পারলোই বা কই? এই যুগের কজন যুবক যুবতীই বা সময় নিয়ে দেখেছে রবি ঘোষের ছবি?

   

রবি ঘোষ,কমেডিয়ান,গুপী বাঘা,টলিউড,Robi ghosh,Rabi ghosh,bagha,comedian,tollywood

দুঃখ একটাই তাকে টলিউড তাকে কমেডিয়ানই করে রাখল, তিনি যে একজন দুর্দান্ত অভিনেতাও তার পরিচয় পেলেন কই? হয়ত এই জন্য বেশ আফসোসও ছিল তার। দর্শকদের ভালোবাসার কমতি কোনোওদিনই হয়নি তার। কিন্তু সেই অর্থে বেঁচে থাকতে কোনোও বড় সম্মান জোটেনি তার।

রবি ঘোষ,কমেডিয়ান,গুপী বাঘা,টলিউড,Robi ghosh,Rabi ghosh,bagha,comedian,tollywood

১৯৩১ সালে জন্ম হয় রবি ঘোষের। আদালতে রীতিমতো ভালো পোস্টে চাকরি করতেন রবি ঘোষ, কিন্তু অভিনয়ের জন্য নির্দ্বিধায় সে চাকরি ছেড়ে এসেছিলেন রবি ঘোষ। অবশ্য ভালোই করেছিলেন চাকরি ছেড়ে, নইলে এমন এক প্রতিভা যে অগোচরেই রয়ে যেত৷

‘শো মাস্ট গো অন’ এই কথাটা যেন রবি ঘোষের কানে বাজত। মায়ের দেহ দান করেও শ্যুটিং এ এসেছিলেন রবি

রবি ঘোষ,কমেডিয়ান,গুপী বাঘা,টলিউড,Robi ghosh,Rabi ghosh,bagha,comedian,tollywood

ঘোষ। তবে জানলে অবাক হবেন এই রবি ঘোষ প্রথম জীবনে অভিনেতা নন হিতে চেয়েছিলেন বডি বিল্ডার। নিয়মিত শরীরচর্চার শুরু কলেজের ব্যায়ামাগারেই। পরবর্তী কালে ‘জিম’ না গেলেও, মর্নিং ওয়াক এবং বাড়িতেই নিয়মিত ব্যায়াম করতেন। লোক হাসালেও বাস্তব জীবনে তিনি ছিলেন গুরুগম্ভীর মানুষ। রামকৃষ্ণ কথামৃত ঠোঁটস্থ ছিল তাঁর। কিংবদন্তী অভিনেতার প্রতি Bong Trend এর তরফ থেকে রইল অপার শ্রদ্ধা৷