• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে বাপের বেটা! আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় রুপো অন্য মাধবন পুত্র

একেই বলে বাপের বেটা! বলিউডের বিখ্যাত অভিনেতা আর মাধবন (R Madhavan)। তবে আজ তিনি শুধু অভিনেতা হিসাবেই নন একজন বাবা হিসাবেও গর্বিত। কারণ অভিনেতার ছেলে বেদান্ত (Vedaant Madhavan) রীতিমত গর্বে বুক ভরিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ড‍্যানিশ ওপেন ২০২২ (Danish Open 2022) এ সাঁতার প্রতিযোগিতার আয়জন করা হয়েছিল। সেখানে রুপো জিতেছে বেদান্ত। আর সেই মুহূর্তের একটি ভিডিও গর্বের সাথে শেয়ার করেছেন আর মাধবন।

যেমনটা জানা যাচ্ছে মাত্র ১৫০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে রৌপ পদক পেয়েছে বেদান্ত। এই প্রতিযোগিতায় মাত্র ১৫ মিনিটে ১৫০০ মিটার সাঁতার কেটেছে সে। এরপর যখন প্রতিযোগিতার পদকজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছিলো সেই সময়ের ভিডিও শহরে করেছেন বেদান্তের বাবা মাধবন। শুধু তাই নয়, তাঁর অক্লান্ত পরিশ্রম ও প্রশিক্ষকদেরকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।

   

R Madhavan,Vedaant Madhavan,Vedant wins Swiming Competetion,Starkid Vedant makes father proud,আর মাধবন,বেদান্ত মাধবন,Bollywood News,Latest Bollywood News

বর্তমানে বেদান্তের বয়স মাত্র ১৬, ইতিমোধ্যেই নিজের প্রতিভা প্রকাশ করেছে সে। সাঁতারের প্রতি তাঁর টান ও প্রতিভা আজ সকলের কাছেই জলের মত পরিষ্কার। এই প্রথম নয় এর আগেও একাধিক সুইমিং চ‍্যাম্পিয়নশিপে বিজয়ীদের তালিকায় রয়েছে সি। মোট সাত সাতটি পদক রয়েছে তার কাছে। আর এরই মধ্যে অলিম্পিকের জন্যও প্রস্তুতিশুরু করেছে বেদান্ত। বাবা হিসাবে যতটা সাহায্য করা সম্ভব সেটা করে চলেছেন অভিনেতা নিজেও।

তবে মাধবন জানান, দেশে এই মুহূর্তে সাঁতারের অলিম্পিকের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। সেই কারণেই বেদান্তকে নিয়ে তিনি দুবাই চলে যেতে বাধ্য হয়েছেন। যাতে বেদান্ত নিজের প্রস্তুতির জন্য সেরা পরিকাঠামো ও সুযোগ টুকু পায়। একজন বাবা হিসাবে এটা তাঁর কর্তব্য বলেই মনে করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

অভিনেতা সংবাদ মাধ্যমকে এই বিষয়ে আগেই জানিয়েছেন, মুম্বাইতে থাকাকালীন করোনা এর জেরে প্রায় সমস্ত বড় সুইমিং পুল বন্ধ। আর  সম্পূর্ণ বন্ধ না হলেও প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই জাতীয় স্তরের সুইমিং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতেই  দুবাই চলে আসা। সাথে আগামী অলিম্পিকের জন্যও প্রস্তুতি নিতে হবে।

প্রসঙ্গত, আর পাঁচজন বলি তারকা সন্তানদের মত অভিনয়ে আসতে একেবারেই আগ্রহী নয় বেদান্ত। এটা অনেক আগেই জানিয়েছেন মাধবন। তাঁর মতে ছেলে যেটা চায় সেটাই আসল। ছেলের ইচ্ছা যখন সাঁতারে বিশ্বের সমস্ত প্রতিযোগিতায়  যেটা তখন সেটাই হোক। অভিনেতা বলেন, ‘ও নিজে যে পেশা বেছে নিয়েছে সেটা আমার নিজের কেরিয়ারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’