• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণী ছবিকে জোর টেক্কা দেবে বলিউড! অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ এর জন্য জান লড়াতে রাজি পরিচালক

বাড়তে থাকা দক্ষিণী ছবির জনপ্রিয়তার মাঝে বলিউডের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে কোমর কষছে ‘পৃথ্বীরাজ’ (Prithviraj)। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar), সোনু সুদ (Sonu Sood) থেকে সঞ্জয় দত্ত (Sanjay Dutt) তিন সুপারস্টারকেই দেখা যাবে এই ছবিতে। তবে যে কোনো ছবিতে শুধু অভিনয়টাই নয় সাথে তারকা থেকে পার্শ্ব চরিত্রের সাজ সজ্জাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাহিনীকে ফুটিয়ে তোলার জন্য।

ছবিতে পৃথ্বীরাজ এর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। তাঁরই সাথে থাকবেন সোনু সুদ থাকবেন চাঁদ বার্দি ও সঞ্জয় দত্ত থাকবেন কাকা কানহার চরিত্রে। দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক কাহিনীকে তুলে ধরা হয়েছে ছবিতে। যেখানে পৃথ্বীরাজ চৌহানকে (অক্ষয় কুমার) দিল্লির সিংহাসনে অভিষেক করা হয়েছে। এরপর প্রেমকাহিনী থেকে সুলতান মোহাম্মদ ঘোরির দিল্লির ওপর নজর থেকে বিশাল যুদ্ধ সবটাই তুলে ধরা হয়েছে এই ছবির মধ্যে দিয়ে।

   

Akshay Kumar,Manushi Chillar,Sonu Sood,Sanjay Dutta,Chandraprakash Dwivedi,পৃথ্বীরাজ,পৃথ্বীরাজ চৌহান,চন্দ্রপ্রকাশ দ্বিবেদী,বলিউড,Bollywood Upcomming Film,Prithviraj Movie 50000 Dress 500Pagri

তাই সিনেমার চরিত্রের পোশাকী খুঁত একেবারেই মানতে নারাজ পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। যেমনটা জানা যাচ্ছে, ছবির জন্য নাকি ৫০,০০০ রাজস্থানী পোশাক তৈরী করা হয়েছে। সাথে ৫০০ পাগড়ির ব্যবস্থাও করা হয়েছে। যেহেতু ঐতিহাসিক কাহিনী নিয়ে তৈরী হচ্ছে ছবিটি, তাই প্রতিটা চরিত্রকে ফুটিয়ে তুলতে পোশাকের গুরুত্ব রয়েছে অনেকটাই।

প্রসঙ্গত, প্রাচীন ভারতের শেষ হিন্দুরাজাদের মধ্যে অন্যতম পৃথ্বীরাজ চৌহান। অজমেঢ়ের সম্রাট ছিলেন তিনি, দিল্লি আর আজমের এই দুই এলাকা তিনিই শাসন করতেন। মাত্র ১৩ বছর বয়সেই যুদ্ধে নেমেছিলেন সম্রাট পৃথ্বীরাজ। মোহাম্মদ ঘোরির বিরুদ্ধে তরাইনের যুদ্ধে জয়লাভ করেছিলেন তিনি।

ছবিতে সেই বীর সম্রাট পৃথ্বীরাজের ভূমিকেতেই দেখা যাবে অক্ষয় কুমারকে। ছবিতে যুদ্ধের পাশাপাশি সম্রাটের প্রেমকাহিনীকেও তুলে ধরা হবে। পৃথ্বীরাজ কনৌজের রাজকন্যা সংযুক্তাকে অপহরণ করে আনেন ও বিয়ে করেন। ছবিতে রাজকন্যা সংযুক্তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মানুষী চিল্লারকে। এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন অভিনেত্রী।