• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগে নিজেকে নিয়ে ভেবেছি, পরে লোকের সাহায্য করেছি! ব্যক্তিগত জীবন নিয়ে অকপট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

এই মুহূর্তে টলিউডের (Tollywood) চর্চিত সিনেমার নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটি অবশ্যই হবে ‘কাবেরী অন্তর্ধান’ (Kaberi Antardhan)। শুক্রবার অর্থাৎ গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। পরিচালনা করেছেন স্বনামধন্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly)। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং টলিউডের নামী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

ছবির প্রেক্ষাপট ১৯৭৫ সালের। সেই সময় নকশাল আন্দোলনের ফলে উত্তাল সারা বাংলা। সেই সময়ই একটা খুন হয় আর হারিয়ে যান একজন মহিলা। সেই মহিলার নাম কাবেরী। তাঁর কী হল? তিনি কোথায় হারিয়ে গেলেন? নকশাল আন্দোলনের শেষভাগ এবং দেশে জরুরি অবস্থা ঘোষণার মাঝেই আবর্তিত হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’এর কাহিনী।

   

Prosenjit Chatterjee, Kaberi Antardhan, Tollywood, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কাবেরী অন্তর্ধান, টলিউড

এই নিয়ে চতুর্থবার জুটি বাঁধলেন কৌশিক এবং প্রসেনজিৎ। সর্বপ্রথম কাজ করেছিলেন ‘কিশোর কুমার জুনিয়র’ ছবিতে। এরপর ‘দৃষ্টিকোণ’ এবং ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে। এবার ফের ‘কাবেরী অন্তর্ধান’এ জুটি বাঁধলেন দু’জনে। স্বাভাবিকভাবেই টলিপাড়ার এই দুই নামী ব্যক্তিত্বের কাজ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরাও।

‘কাবেরী অন্তর্ধান’ রিলিজের আগে সম্প্রতি একটি সাক্ষাৎকারে বসেছিলেন প্রসেনজিৎ। সেখানে তাঁর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, ব্যক্তিগত জীবনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেমন মানুষ? কোনও রকম রাখঢাক না করে সরাসরি উত্তর দেন বুম্বাদা।

Prosenjit Chatterjee claim that he never calls himself Industry

টলিউডের ‘ইন্ডাস্ট্রি’র কথায়, ‘নিজের জীবন নিয়ে পরে ভাবব, আগে অপরের সাহায্য করি- এটা আমি করতে পারিনি। নিজের পরোয়া না করে লোকের সাহায্য করেছি বললে মিথ্যে কথা বলা হবে’। সোজাসাপ্টা ভাবেই পর্দার আড়ালের প্রসেনজিৎ’কে সবার সামনে তুলে ধরেছেন তিনি।

প্রসঙ্গত, এই প্রথম একসঙ্গে কাজ করছেন কৌশিক এবং শ্রাবন্তী। এছাড়া এই ছবির হাত ধরে ফের ২৫ বছর পর প্রসেনজিৎ’এর সঙ্গে কাজ করছেন নায়িকা। এর আগে ‘মায়ার বাঁধন’ ছবিতে বুম্বাদার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। উল্লেখ্য, ‘কাবেরী অন্তর্ধান’এ বিপ্লবের মাঝে ভালোবাসার গল্প বলতে দেখা যাবে টলি অভিনেতাকে।