• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিলুর নামে সিরিয়াল আর নায়িকা রঞ্ঝা! কেমন লাগে কম গুরুত্ব পেয়ে মুখ খুললেন মেঘা 

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘পিলু’ (Pilu)। পরকীয়া কিংবা সাংসারিক কূটকচালি থেকে একেবারে আলাদা গান-বাজনার চর্চা নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। শুরুর দিকে সুরমন্ডলে সঙ্গীত চর্চা এবং সেখানকার ছাত্র-ছাত্রীদের নিয়ে বেশ ভালোই এগিয়ে চলছিল সিরিয়ালের গল্প। সিরিয়ালের মূল নায়ক নায়িকা পিলু এবং আহির (Ahir) অল্প দিনেই মন জয় করে নেয় দর্শকদের।

দর্শকরা তাদের ভালোবেসে নাম দিয়েছিল ‘পিহির’। সিরিয়ালের নায়িকা পিলুর নামেই নামকরণ করা হয় সিরিয়ালের। কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে বদলাতে শুরু করে সিরিয়ালের গল্প। খলনায়িকা রঞ্জাই (Ranjha) দিনে দিনে হয়ে ওঠে মূল নায়িকা।  তাই এখন সিরিয়ালে পিলুর পরিবর্তে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে রঞ্জা। সেই এখন সিরিয়ালের প্রধান নায়িকা হয়ে উঠেছে।

   

মেঘা দাঁ,Megha Dawn,পিলু,Pilu,আহির,Ahir,রঞ্জা,Ranjha,মল্লার,Mollar

ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই খেয়াল করে থাকবেন মূলত রঞ্জার সাথে মল্লারের বিয়ের পর থেকেই বদলাতে শুরু করেছে সিরিয়ালের ট্রাক। ধারাবাহিকে রঞ্জা আর মল্লার (Mollar) এখন এতটাই গুরুত্ব পাচ্ছে যে প্রধান চরিত্র পিলু আহিরের অবস্থা এখন একেবারে নিরব দর্শকের মত। আর এই বিষয়টিই  একেবারে পছন্দ নয় পিলু ভক্তদের।

মেঘা দাঁ,Megha Dawn,পিলু,Pilu,আহির,Ahir,রঞ্জা,Ranjha,মল্লার,Mollar

সিরিয়ালের নাম পিলু রাখা হলেও সিরিয়ালে তাকে গুরুত্ব না দিয়ে এইভাবে দিনের রঞ্জাকে বেশি গুরুত্ব দেওয়ায়  ক্ষোভ উগরে দিয়েছেন তারা। এখন বেশিরভাগ সময় পিলুর প্রমোতেও পিলু আহির নয় গুরুত্ব পাচ্ছে রঞ্জা-মল্লারই। আর এই বিষয়টি নিয়ে  কি ভাবেন পিলু অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। তার কি খারাপ লাগে সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে ছিলেন তিনি।

মেঘা দাঁ,Megha Dawn,পিলু,Pilu,আহির,Ahir,রঞ্জা,Ranjha,মল্লার,Mollar

অভিনেত্রী জানিয়েছেন এটা প্রথম কাজ। আপাতত তিনি মন দিয়ে কাজ শিখতে চান। সমস্তটা লেখিকার ওপর ছেড়ে দিয়ে তিনি বলেছেন ‘কখন আহির, পিলুকে দেখানো হবে, কখন রঞ্জা, মল্লারের গল্প বলা হবে, তা ঠিক করবেন লেখিকা। তিনি যেমনটা লিখছেন আমরা তেমন ভাবে কাজ করছি’। তবে যতটা সুযোগ পেয়েছি তাতেই তিনি খুশি।