• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪ ঘন্টা লাগে মেক আপ করতে! রামপ্রসাদে মা কালীর চরিত্র কতটা কঠিন? নিজেই জানালেন পায়েল

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পায়েল দে (Payel De)। যদিও ছোটপর্দার দর্শকদের কাছে তিনি দেবী ‘দুর্গা’ নামেই বেশী পরিচিত। দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী কাটিয়ে ফেলেছেন প্রায় ১৬ বছর। তবে পায়েলের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল ২০০৭ সালে জি বাংলার ‘একদিন প্রতিদিন’ সিরিয়ালের হাত ধরে।

যদিও এই সিরিয়ালে পায়েল অভিনয় করেছিলেন একটি পার্শ্ব চরিত্রে। পরবর্তীতে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দুর্গা’তে দেবী দুর্গার চরিত্রে অভিনয় করেই ছোট পর্দার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।

   

Tv actress opens up about her acting career and life struggle

টিভির পর্দায় দুর্গা চরিত্রটিকে তিনি নিজের সাবলীল অভিনয় দিয়ে এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন যে একসময় পরিস্থিতি এমন হয়েছিল মহালয়া হোক কিংবা যে কোন সিরিয়ালে দেবী দুর্গা চরিত্র থাকলে নির্মাতারা প্রথমেই খুঁজতেন পায়েলকে। দুর্গা ছাড়াও বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল  পায়েল অভিনীত ‘বেহুলা’ চরিত্রটি।

Tv actress opens up about her acting career and life struggle

এরপরেই পরপর বেশ কয়েকটি মেগা সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে পায়েলকে। পায়েল অভিনীত সেইসব জনপ্রিয় মেগা সিরিয়ালগুলো হল, ‘বধূ কোন আলো লাগলো চোখে’, ‘তবু মনে রেখো’, ‘জাহানারা’ এবং সাম্প্রতিককালের ‘সোনা রোদের গান’। কালার্স বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে পায়েলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিককে।

Sabyasachi comeback on telivision Ramprosad promo on air

তবে একটা সময় মুখ্য চরিত্রে নয় পায়েল অভিনয় করেছেন টেলিভিশনের দারুন হিট একাধিক সিরিয়ালের পার্শ্ব চরিত্রে। তবে বহুদিন পর পায়েল আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন দেবী রূপে। স্টার জলসার পর্দায় খুব তাড়াতাড়ি আসছে পায়েল অভিনীত নতুন ধারাবাহিক। এই সিরিয়ালে তিনি থাকছেন মা কালির চরিত্রে।

এই চরিত্র নিয়ে পায়েল সম্প্রতি মুখ খুলেছিলেন একটি ইউটিউব চ্যানেলে। সেখানে অভিনেত্রী জানিয়েছেন পর্দায় চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য লুক সেটের সময় তার স্কিন টোন এক থাকলেও মা কালির মতো গায়ের রং দেখানোর জন্য পরে স্কিন টোন ডাউন করে দেওয়া হয়। পায়েল জানিয়েছেন রামপ্রসাদে তার চরিত্রের মেকআপ করতে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে।