• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গলায় সুর পেলেই গায়ক, কাঁচা বাদামও হিট হচ্ছে! ভুবন বাদ্যকরকে নিয়ে মন্তব্য পণ্ডিত অজয় চক্রবর্তীর

আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া যে কাউকে রাতারাতি বড়লোক বা সেলিব্রিটি করে ফেলতে পারে সেটা অস্বীকার করা যায় না। এই যেমন বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) বাবু, একসময় গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন তিনি। এরপর একদিন তাঁর ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল আর তারপর এখন তিনি গায়ক শিল্পী তথা সেলিব্রিটিতে পরিণত হয়েছেন।

‘কাঁচা বাদাম’ গানের জেরে আজ বাড়ি গাড়ি  থেকে জনপ্রিয়তা সবই হয়ে গিয়েছে। বিভিন্ন গানের অনুষ্ঠানে ডাক পাচ্ছেন মাসে এক আধখানা মিউজিক ভিডিও তৈরী করে ফেলছেন। টিভির রিয়্যালিটি শোয়ে ডাক পাওয়া থেকে ‘আলু পোস্ত গার্ল’ এর সাথে ‘কাঁচা বাদাম ২’ পর্যন্ত বানিয়ে ফেলেছেন তিনি। কিন্তু এগুলো কি আদৌ গান? এই গান শুনে লাভ কি? এবার ভুবন বাবুর গান নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajay Chakraborty)।

   

Pandit Ajay Chakraborty on Kacha Badam

গানের জগতে যারা রয়েছেন তাদের কাছে পণ্ডিত অজয় চক্রবর্তী নামটা অতি পরিচিত। রাজ্ সংগীতের জগতে গুরুজী ব্যাপকভাবে পরিচিত। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে গানের রিয়্যালিটি শো সারেগাপামা। এই শোতে ‘মহাগুরু’ হিসাবে রয়েছেন পণ্ডিতজি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা গিয়েছে তাকে, যেখানে সম্প্রতিকালে ভাইরাল হওয়া কাঁচা বাদাম গান নিয়ে মন্তব্য করেছেন তিনি।

পন্ডিত অজয় চক্রবর্তীর কথাই, ‘শেখার একটা ব্যাপার থাকে। কোনো কিছু না শিখে কিছু করলে শুনতে ভালো হয়তো লাগতেই পারে। কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। ঠিক যেমন কাব্য সবাই রচনা করতে পারে, তাবলে সবাই তো রবীন্দ্রনাথ হতে পারে না। এখন মেডিওক্রেসির যুগ চলছে, তাই গলায় সুর থাকলেই গান করা যায়। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে গান আপলোড করে টাকা দিয়ে প্রমোশন করা যায়।’

এছাড়াও পন্ডিতজি বলেন, ‘কাঁচা বাদাম পাকা বাদাম এগুলোও এখন গান হয়ে গেছে। আমি খারাপ বলছি না, কিন্তু এসব আমাদের জীবনে কোনো নতুন ছবি এঁকে দিতে পারছে? পারছে না। কারণ নতুন ছবি আঁকতে গেলে কাব্য দিয়ে আঁকতে হয়। তাই কাব্যের একটা বিশাল জায়গা থেকেই যায়।’

প্রসঙ্গত, পণ্ডিতজির আগে আরও একজন ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান নিয়ে মুখ খুলেছেন। কয়েকদিন আগেই বিখ্যাত গায়ক কুমার শানু সংবাদ মাধ্যমকে জানান, ভুবন বাদ্যকর যেগুলো করেন সেগুলো ঠিক গান নয়। মানুষ কিছু হুজুগে হটাৎ করে কিছু একটা পেলে সেটাই কিছুদিন চলে, ভাইরাল হয় ভুবনবাবুর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। এসব বেশিদিনের নয় সাময়িক, কিছুদিন পর সব ধীরে ধীরে উধাও হয়ে যাবে। তখন আসল গানগুলোই থেকে যাবে।

তবে সাথে তিনি আরও বলেন, এসব হুজুগের মধ্যে দিয়ে যদি কোনো মানুষের ভালো হয়। একটা গরীব মানুষের বিরাট  উপকার হয় সেটাই তো বড় কথা। কুমার শানুর এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পরেই তা বেশ ভাইরাল হয়ে গিয়েছিল।