• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসামান্য প্রতিভা! মাত্র ১৩ বছরেই সফটওয়্যার কোম্পানির মালিক আদিত্য

তখন আদিত্যর বয়স মাত্র ৯। ওই বয়সেই নিজস্ব মোবাইল অ্যাপ তৈরি করেছিল এই খুদে। এর ঠিক ৪ বছর পর মাত্র ১৩ বছরেই দুবাইতে গোটা একটা সফটওয়্যার কোম্পানির মালিক কেরালার আদিত্য রাজেশ।

আমরা যেই সময় কার্টুন দেখি, অবসর কাটাতে খেলাধুলো করি, অথবা ঘুরে বেড়াই, সেই সময় আদিত্যর কৌতুহল ছিল বিভিন্ন গ্যাজেটস, প্রযুক্তির উপর। মাত্র ৫ বছর বয়স থেকেই সে গুলে গেয়েছে কম্পিউটারের খুটিনাটি। পাশাপাশি অন্যান্য গ্রাহকদের জন্য লোগো ও ওয়েবসাইট ডিজাইন করাও সে চালিয়েছে একইসাথে। এবার ট্রিনেট সলিউশনস (Trinet solution) নামে একটি সফটওয়্যার কোম্পানিই খুলে ফেলেছি এই একরত্তি, এবং যা কার্যত তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশকেই।

   

তিনজন বন্ধু তথা সহপাঠীকে নিয়ে এই কোম্পানি চালাচ্ছে টেকনোলজি পাগল আদিত্য। নিজের কোম্পানির প্রসঙ্গে এই খুদে বলেন, ” প্রতিষ্ঠিত একটি কোম্পানির মালিক হয়ে ওঠার জন্য আমায় ১৮ বছর অবধি অপেক্ষা করতে হবে। তবে আমরা একটি কোম্পানির মতোই কাজ করি। এখনও পর্যন্ত ১২জন গ্রাহকের সঙ্গে কাজ করেছি আমরা। বিনামূল্যে তাদের আমাদের তৈরি ডিজাইন ও কোডিং পরিষেবা দিয়েছি।’

আদিত্য জানিয়েছিলেন, কেরালার তিরুভিলায় তার জন্ম। এরপর ৫ বছর বয়সে সে তার পরিবারের সঙ্গে দুবাই চলে আসে। তার বাবা প্রথম তাকে শিখিয়েছিল বিবিসি টাইপিং। এটা ছোটদের টাইপিং শেখানোর ওয়েবসাইট। সেই দিয়ে শুরু এখন খোদ একটি সফটওয়্যার কোম্পানিই চালাচ্ছে এই খুদে।