• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১ লা ডিসেম্বর থেকেই পাল্টাচ্ছে অনলাইন টাকা ট্রান্সফারের নিয়মগুলি, জানুন বিস্তারিত

বর্তমান ইন্টারনেট ও প্রযুক্তির যুগে মানুষ অনলাইনে বেশ অভ্যস্ত হয়ে উঠেছে। কেনাকাটি থেকে শুরু করে টাকার লেনদেন ঘরে বসেই অনলাইনে মিতে যাচ্ছে সব। বিশেষত লকডাউনে ঘর থেকে বেড়ানোর উপায় না থাকায় যারা জানতেন না তারাও শিখে নিয়েছে অনলাইন কাজকর্মগুলি। যার ফলে অনলাইন টাকা ট্রান্সফার (Money Transfer) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন বেশির ভাগ লোকই টাকা পাঠানোর জন্য ব্যাঙ্কে লম্বা লাইন দেবার থেকে অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফারকেই শ্রেয় মনে করেন।

কিন্তু, আগামী ১লা ডিসেম্বর থেকেই বদলে যেতে চলেছে অনলাইন টাকা ট্রান্সফারের (Online Money Transfer) কিছু নিয়ম। যারা অনলাইন টাকা ট্রান্সফার করেন তাদের জন্য এই নতুন নিয়ম জেনে রাখা উচিত। আসলে নতুন এই নিয়ম জানলে খুশিই হবে উপভোক্তারা। কারণ গ্রাহকদের সুবিধার্থেই পেমেন্ট সিস্টেমে কিছু পরিবর্তন করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

   

আগামী ১লা ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (RTGS) সময়। আগে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত করা যেত RTGS। ব্যাঙ্ক বন্ধ থাকলে RTGS করা যেত না। কিন্তু এবার থেকে সপ্তাহে সাত দিনই পাওয়া যাবে এই পরিষেবা।  এমনকি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার যেদিন ব্যাঙ্ক বন্ধ থাকে সেদিনও মিলবে পরিষেবা। সাথে এখন থেকে থাকছে না কোনো সময়ের পা বন্ধী ২৪ ঘন্টাই করা যাবে RTGS। অর্থাৎ এখন থেকে সপ্তাহে সাত দিনই যখন খুশি RTGS করা যাবে।

সাধারণত ২ লক্ষ টাকার বেশি টাকা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয় RTGS । ব্যবসায়িক ক্ষেত্রে এটি খুবই প্রয়োজনীয়, বড় অংকের টাকা কম সময়ে পাঠানোয় জন্যই RTGS এর প্রয়োজন হয়। তাই নতুন এই পরিবর্তনে আশা করা যায় ব্যবসায়ীরা উপকৃত হবেন। তবে, এই সুবিধার মাধ্যমে সর্বোচ্চ কত টাকা পাঠানো যাবে তা জানানো হয়নি।