• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফেসবুকে অশ্লীল পোস্টের জেরে বিতর্কে নোবেল ম্যান! হ্যাক হয়েছিল অ্যাকাউন্ট সাফাই গায়কের

নোবেল ম্যান (Noble Man) যাকে এক ডাকে দুই বাংলার লোক নোবেল বলেই চেনে। ভারতীয় বাংলা বিনোদন চ্যানেলে নোবেলের ঐতিহাসিক পারফরম্যান্স জনপ্রিয়তার এমন এক শিখরে পৌঁছেছে যে বাংলা গানের জগতে আবির্ভাব ঘটেছে এক নক্ষত্রের। নোবেলের আসল নাম মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। গানের দিক থেকে নাম করলেও মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশী এই গায়ক। সম্প্রতি ফের বিতর্কে নাম জড়িয়েছে নোবেলের।

বিতর্কের নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে করা অশ্লীল পোস্ট ও কটূক্তি। যে কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে সোবেল। গত বৃহস্পতি ও শুক্রবার নোবেলের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা গিয়েছিল কিছু অশ্লীল পোস্ট। সেখানে বাংলাদেশের জনপ্রিয় গায়ক জেমসকে উদ্দেশ্য করে কটূক্তি ও অশ্লীল ভাষা প্রয়োগ করে পোস্ট করা হয়েছিল। যেটা দেখা মাত্রই চমকে ওঠেন নোবেলের সমর্থক থেকে শুরু করে বাকি সকলেই।

   

Nobel Man Mainul Ahsan Noble

এক গায়কের অফিসিয়াল পেজ থেকে আরেক গায়কের সম্পর্কে এমন অশ্লীল পোস্ট মোটেই ভালো নয়। যদিও এরপর নোবেল একটি পোস্ট করেন যে তার ফেসবুক পেজ নাকি হ্যাক হয়ে গিয়েছিল। তিনি হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে এই কথা লেখেন। এরপর অশ্লীল ও বিতর্কিত পোস্টগুলি ডিলিট করে দেন তিনি। কিন্তু মুশকিল হল আদৌ কি হ্যাক হয়েছিল নোবেলের অ্যাকাউন্ট? এই নিয়েই উঠছে প্রশ্ন। নেটিজেনদের মতে হ্যাক হয়নি অ্যাকাউন্ট।

নেটিজেনদের এই দ্বিমতের কারণ, এর আগেও এমন বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে নোবেলকে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ এর শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরকে কটাক্ষ করে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছিলেন নোবেল। সেই সময় তাকে বেয়াদবের তকমা দেওয়া হয়েছিল। যদিও সেই সময় সাফাই হিসাবে নোবেল বলেছিলেন, ‘বড়দের থেকেই এই বেয়াদবি শেখা। তাছাড়া শাফিন ভাই ফুয়াদ ভাই অনেককেই গালি দিয়েছেন। তারা প্রচারে আসেন না আমি চলে এসেছি’।

কিছুদিন আগে নোবেলের একটি অ্যাকসিডেন্ট হয়েছিল। সেই অ্যাকসিডেন্ট নিয়েও দ্বিমত রয়েছে। বিগত ২২শে এপ্রিল নোবেলের মতে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইক থেকে পড়ে যান তিনি। অথচ যেখানে অ্যাকসিডেন্ট হয়েছিল সেখানকার এক বাসিন্দা বলেন উল্টোটাই হয়েছে সাইকেল আরোহীকে ধাক্কা মেরেছেন নোবেল। এই নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল।