• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃষ্ণকলি পরিবারে বিপদ! গুলি খেয়ে লুটিয়ে পড়ল নিখিল , শোকে কাতর শ্যামা

সবসময়ই টিআরপির (TRP) এর শীর্ষে থাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি (Krishnakoli)। কয়েক বছর ধরেই এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র নিখিল ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং শ্যামা ওরফে তিয়াশা রায় (Tiyasha Roy) দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সন্ধ্যে হলেই টিভির সামনে ‘কৃষ্ণকলি’ দেখার জন্য ভীড় জমায় এই ধারাবাহিকের অনুরাগীরা। এই সিরিয়ালের পরতে পরতে কেবল মোচড়, টানটান উত্তেজনা।

দেখতে দেখতে ১০০০ পর্ব পার করে ফেলেছে এই ধারাবাহিক৷ লকডাউন ওঠার পর থেকেই ফের স্বাভাবিক ছন্দে ফিরেছিল টেলিপাড়া। শ্যুটিং এ ফিরেই ১০০০ পর্ব পেরোনোর আনন্দ উদযাপনে কেক, মিষ্টি নিয়ে সেলিব্রেট করেছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা। লাইভে এসে খোদ শ্যামা জানিয়েও দিয়েছিলেন ছেলে মেয়ের পরে তার এবার নাতি-পুতি চাই। ফলত বোঝাই যাচ্ছে ধারাবাহিক এখনই শেষ হওয়ার কোনোও সম্ভাবনা নেই।

   

কৃষ্ণকলি সিরিয়াল টিআরপি Krishnakoli Top in TRP

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখানো হয়েছে মারা গিয়েছেন নিখিলের বাবা। তাই ব্যবসার কাজ এখন গোটাটাই সামলাচ্ছেন নিখিল এবং তার বড়দা। এরমধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছেন নিখিলের মেজদা। আর ফিরে এসেই অশোক ফন্দী আঁটছে নিখিল শ্যামাকে বিপদে ফেলার। তাই জন্যেই শিবাকে শ্যামার নকল ছেলে সাজিয়ে সম্পতি হাতানোর তালে ছিলেন তিনি।

কৃষ্ণকলি সিরিয়াল টিআরপি Krishnakoli Top in TRP

এরমধ্যেই কৃষ্ণকলিতে ছিল মহাপর্ব। শ্যামা সপরিবারে হাজির ছিল একটি অনুষ্ঠানে। গানের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। এরপর হঠাৎই সকলের অনুরোধে শ্যামা নিখিলের সাথেই গান গাইতে ওঠে। আর সেইসময়ই আড়াল থেকে কোনো এক অজ্ঞাত ব্যক্তি সোজা নিখিলের বুকে গুলি করে। আর সাথে সাথেই শ্যামার বুকে লুটিয়ে পড়ে নিখিল। রক্তে ভেসে যায় চারিদিক।

 

প্রসঙ্গত, ‘কৃষ্ণকলি’ তে দীর্ঘপথ শেষ হলেও অভিনেতা নীল ভট্টাচার্যের ভক্তদের জন্য আরও একটি সুখবর রয়েছে। খুব শিগগিরই নাকি নতুন ধারাবাহিকে, নতুন চরিত্রে, নতুন চমক নিয়ে ফিরবেন নীল ভট্টাচার্য। তাই অনুরাগীদের তাদের প্রিয় অভিনেতাকে নতুন রূপে দেখার জন্য আরও কিছুদিন ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।