• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন বছরের প্রথম দিনেই আপনার জীবনে আসতে চলেছে এই ১০ পরিবর্তন, চটপট দেখে নিন জানেন কি না!

করোনা মহামারীর জেরে ২০২০ সালটা সকলেরই খারাপ গিয়েছে। প্রায় বছরের প্রায় অর্ধেকেরও বেশি সময় কেটেছে ঘরবন্দি হয়ে। কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই অভিশপ্ত সাল ২০২০ শেষ হতে চলেছে। আগামী বছর নতুন আশা আর সকলের সুস্থতা নিয়েই আসুক এটাই সকলের কামনা। কিন্তু জানেন কি নতুন বছরের সাথে সাথে আপনার জীবনে বদলে যেতে চলেছে কিছু জিনিস। যেগুলি আপনার দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ।

১লা জানুয়ারী  ২০২১ শুধু মাত্র যে সাল বদলাচ্ছে তা নয়! সাথে ব্যাঙ্কিং থেকে শুরু করে কর গাড়ি, কর প্রদান এমনকি মোবাইলের ক্ষেত্রেও বদলে যাচ্ছে অনেক নিয়ম। তাই নতুন বছর আসার আগে চটপট দেখে নিন এই জিনিসগুলো জানেন কিনা!

   

১. ফাস্টট্যাগ (Fasttag)

New Year rules for fasttag

২০১৯ সালেই ফাস্টট্যাগ আনা হয়েছিল দেশের টোল ব্যবস্থায় দ্রুততা আনার জন্য। ২০২০ সালে বাধ্যতামূলক ঘোষণা করা হয় ফাস্টট্যাগ। কিন্তু লকডাউন ও আরো অন্যান্য সমস্যার কারণে অনেকেই হয়তো এখনো পর্যন্ত ফাস্টট্যাগ লাগিয়ে উঠতে পারেননি গাড়িতে। তাদের জন্য কিছু ক্যাশ পেমেন্ট কাউন্টার রয়েছে টোল প্লাজা গুলিতে। কিন্তু জেনে রাখুন ২০২১ এর ১লা জানুয়ারী থেকেই প্রতিটি গাড়িতে ফাস্টট্যাগ থাকা বাধ্যতা  মূলক।

২. ব্যাঙ্ক চেক (Bank Cheque)

New Year rules for bank cheque

ব্যাঙ্কিং লেনদেনের জন্য চেকের ব্যবহার করেন অগণিত মানুষ। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই ব্যাঙ্কিং ব্যবস্থায় বিরাট পরিবর্তন আস্তে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী পজিটিভ পে সিস্টেম আস্তে চলেছে। যা ৫০০০০ টাকার বেশি মূল্যের চেকের জন্য প্রযোজ্য হবে। এই পদ্ধতিতে চেক  পেমেন্ট করার আগে তা স্বয়ংক্রিয় ভাবে জাল কিনা পরীক্ষা করা হবে। তারপর  সেই চেক পেমেন্ট করা হবে।

৩. হোয়াটস্যাপ (Whatsapp)

সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন হোয়াটস্যাপ এখন নিত্যপ্রয়োজনীয় হয়ে উঠেছে। তবে, ১লা জানুয়ারী থেকে কিছু অ্যান্ড্রয়েড ও আইফোনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটস্যাপ। জানা যাচ্ছে যারা অ্যান্ড্রয়েড ৪.০.৩ ভার্শন ও আইফোন ৪ বা তার থেকে পুরোনো আইফোনের ক্ষেত্রে বন্ধ হয়ে  যেতে পারে হোয়াটস্যাপ।

৪. বিদ্যুৎ সংযোগ (Electric Connection)

New Year rules for electric connection

নতুন বছরের ২রা  জানুয়ারী থেকে বিদ্যুৎ পরিষেবায় দারুন উন্নতির আশা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে বিদ্যুৎ মন্ত্রকের তরফে নতুন নিয়ম জারি করা হয়েছে যার দরুন খুব সহজেই ও দ্রুত বিদ্যুৎসংযোগ পাবেন গ্রাহকেরা। এক্ষেত্রে নতুন কানেকশনের ক্ষেত্রে শহরাঞ্চলের ক্ষেত্রে ৭ দিন, পৌর এলাকায় ১৫ দিন ও গ্রামাঞ্চলে ৩০ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে বাধ্য থাকবে বিদ্যুত সংস্থাগুলি।

৫. সস্তা হবে টার্ম ইনস্যুরেন্স (Term Insurance)

New Year rules for term insurance

১ জানুয়ারি থেকে আপনি কম প্রিমিয়ামে কোনো সাধারণ জীবন বীমা (Standerd Term Plan) কিনতে সক্ষম হবেন। IRDAI জীবন বীমা কোম্পানিগুলিকে একটি কম প্রিমিয়ামের স্বাস্থা বীমার বিকল্প আনার নির্দেশ দিয়েছে।

৬. জিএসটি রিটার্ন (GST Return)

New Year rules for GST

 

নতুন বছরে ছোট ব্যবসায়ীদের জন্য কিছু ত্রাণের আয়োজন করেছে সরকার। এছাড়াও জিএসটি প্রক্রিয়াকে আরো সহজ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। সাথে এমনটাও জানা যাচ্ছে নতুন পক্রিয়াতে প্রায় ৫ কোটি ছোট ব্যবসায়ী উপকৃত হবেন। প্রতি মাসের বদলে বছরে মাত্র ৪ টি জিএসটি রিটার্ন জমা করতে হবে।

৭. ইউপিআই চার্জ (UPI Charge)

New Year rules for upi

১লা জানুয়ারী থেকে ইউপিআই দিয়ে লেনদেনের জন্য দিতে হবে চার্জ। এর মধ্যে থাকছে অ্যামাজন পে, ফোন পে, গুগল পে ইত্যাতি। তবে, পেটিএম এর ক্ষেত্রে এই অতিরিক্ত চার্জ দিতে হবে না।

৮. ল্যান্ডলাইন টু মোবাইল কলিং (Landline to Mobile Calling)

New Year rules for landline to mobile calling

নতুন বছরে TRAI এর নতুন নিয়ম অনুযায়ী সারা দেশে ল্যান্ড লাইন থেকে মোবাইলে কল করার পদ্ধতি বদলে যাচ্ছে। ১লা জানুয়ারী থেকে মোবাইল নাম্বারে কল করতে গেলে মোবাইল নাম্বারের আগে ০ বসাতে হবে।

৯. গাড়ির দাম বাড়বে (Car Price Hike)

New Year rules cars price will increase

অনেকেরই আশা থাকে গাড়ি কেনার। অনেকে হয়তো এও ভেবে রেখেছেন যে নতুন বছরে গাড়ি কিনবেন। কিন্তু নতুন বছরে গাড়ির দাম আরো বাড়তে চলেছে। কাঁচামালের দাম বেড়ে যাবার কারণে ইতিমধ্যেই মারুতি ও ফোর্ড তাদের গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছে।

১০. মিউচুয়াল ফান্ড (Mutual Fund)

New Year rules for mutual funds

নতুন বছরে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিছু নিয়মের বদল হতে চলেছে।  নতুন নিয়ম অনুযায়ী, মোট তহবিলের কমপক্ষে ৭৫% ইক্যুইটিতে বিনিয়োগ করতে হবে, যা বর্তমানে ৬৫%। সেবির নতুন নিয়ম অনুসারে মাল্টি ক্যাপ ফান্ডের কাঠামো বদলে যাবে। মিডক্যাপ এবং স্মার্টক্যাপে ২৫-২৫ শতাংশ বিনিয়োগ করা বাধ্যতামূলক হবে।