• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠুন ম্যাজিকের কাছে ফিকে বিতর্ক, ‘প্রজাপতি’র জন‍্য সেরা অভিনেতার সন্মান পেলেন মিঠুন চক্রবর্তী

আবারও প্রমাণ হল ভালো গল্পের জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। হিন্দি কিংবা সাউথ নয় বাংলা ছবিতেই হাউসফুল একেরপর এক সিনেমা হল। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেব (Dev) অভিনীত ‘প্রজাপতি’ (Projapati) ছবি ইতিমধ্যেই গড়েছে নতুন রেকর্ড। তবে এবার ছবির জন্য সেরা অভিনেতার সম্মানে সম্মানিত হলেন ‘মহাগুরু’ মিঠুন।

গত ডিসেম্বরে রিলিজ হওয়ার পর থেকেই চর্চায় রয়েছে ‘প্রজাপতি’। ছবিতে বাবা ছেলের চরিত্রে অভিনয় করছেন মিঠুন-দেব। ফার্স্ট ডে ফার্স্ট শো থেকেই দুজনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। যদিও একাধিক বিতর্ক হয়েছে তবে সেসব পেরিয়ে এবার এই ছবির জন্যই বিশেষ সন্মান পেলেন ‘মহাগুরু’। সম্প্রতি ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে সম্মানিত হলেন মিঠুন।

   

Dev Mithun upcoming cinema Projapoti's first poster come out

যেখানে বাংলা সিনেমা দেখতে অনীহা তৈরী হয়েছিল বাঙালিদের, সেখানে এই সিনেমা দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মত। সকলের মতে মিঠুন যেমন দুর্দান্ত অভিনয় করেছেন তেমনি দারুন অভিনয় দেবেরও। বলে রাখা ভালো, এর আগের সুপারহিট ছবি ‘টনিক’ এর পর অভিজিৎ সেনের সাথেই জুটি বেঁধে কাজ করেছেন দেব।

এবছর ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা অভিনেতা হওয়ার দৌড়ে সামিল ছিলেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। এছাড়াও ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ এর আবির চট্টোপাধ্যায়, ‘রাবণ’ ছবির জন্য জিৎ থেকে ‘কিশমিশ’ ছবির জন্য দেব। কিন্তু মহাগুরুর কাছে সকলেই ফিকে। তাই সেরার সেরা সম্মানে ভূষিত হলেন মিঠুন চক্রবর্তী।

An Engineering student wil pair oporsite Dev on his upcoming film Baghajatin

তবে এদিন পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে হাজির থাকতে পারেননি মিঠুন চক্ৰৱৰ্তী। তার হয়ে পুরস্কার নিয়েছেন দেব। আর পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘অন‍্যান‍্য বিভাগে পুরস্কৃতদের নিয়ে সংশয় যদি থাকেও এই বিভাগের জন‍্য কোনো রকম সংশয় নেই’। অবশ্য এদিন আরও একাধিক অভিনেতা পুরস্কৃত হয়েছেন। সেরা কমেডি অভিনেতা হিসাবে পুরস্কৃত হয়েছেন খরাজ মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, ২৩শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি’। এরপর ১লা জানুয়ারিতে রেকর্ড ব্যবসা করে। এক দিনেই ১ কোটি টাকারও বেশি আয় হয়েছিল। মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে যেখানে ২.১৫ কোটি আয় হয়েছিল সেটা দ্বিতীয় সপ্তাহে পৌঁছেছিল ২.৮৫ কোটিতে। এই বিপুল যায় বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ফেলেছে।