• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিষ্টিতে মজেছে বাঙালি! TRP রেটিংয়ে খড়কুটো, কৃষকলীকে টপকে প্রথম ‘মিঠাই’

বাঙালির প্রিয় সিরিয়ালের (Favourite Serial) মধ্যেও লেগে থাকে জনপ্রিয় হবার লড়াই। সন্ধ্যা নামলেই বাঙালিরা টিভির সামনে হাজির হয়ে কাকে দেখতে পছন্দ করে বেশি এই নিয়েই চলে যুদ্ধ। কারোর মিঠাইকে পছন্দ তো কারোর আবার গুনগুনকে। তবে সপ্তাহ  শেষে টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পেলেই সামনে আসে আসল তথ্য। জনপ্রিয়তার দৌড়ে প্রিয় সিরিয়ালটি আছে কিনা তা জানার জন্যও বেশ  উৎসাহ থাকে  দর্শকদের মধ্যে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এ সপ্তাহের টিআরপি রেটিং। যা দেখে বোঝাই যাচ্ছে যুদ্ধের ময়দানে একই একশো ‘মিঠাই’। প্রথম থেকেই প্রথম পাঁচে নাম তুলেছিল মিঠাই। গত সপ্তাহে ৯.৪ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে ছিল। কিন্তু এবার? এবার একেবারে সকলকে তুড়ি মেরে উড়িয়ে ফের প্রথম স্থানে মিঠাই। এসপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত পয়েন্ট ৯.৪। এরপরেই ৮.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অপরাজিতা অপু ও কৃষ্ণকলি। আর তৃতীয় স্থানে ৭.৪ পয়েন্ট নিয়ে রয়েছে খড়কুটো, রানী রাসমণি ও যমুনা ঢাকি।

   

দিয়া মুখার্জী Diya Mukherjee

অর্থাৎ দেখতে গেলে কৃষ্ণকলি ও খড়কুটোর জনপ্রিয়তা কমেছে আগের থেকে। আর মিঠাইয়ের তো কোনো জবাব নেই, যেন প্রথম হবার জন্য রেডি মিঠাই। অন্যদিকে রানী রাসমণি সিরিয়েল আগের থেকে কিছুটা ভালো ফল করেছে এই সপ্তাহে। এবার দেখে নেওয়া যাক বাকি সিরিয়ালের পয়েন্টগুলি।

শ্রীময়ী – ৭.২ চতুর্থ

মহাপীঠ তারাপীঠ – ৬.৮  পঞ্চম

দেশের মাটি, গঙ্গারাম – ৬.৭ ষষ্ঠ

খেলাঘর –  ৫.৯  সপ্তম

জীবনসাথী – ৫.৩ অষ্টম

বরণ, গ্রামের রানি বীণাপাণি – ৫.০ নবম

ফেলনা, কড়ি খেলা – ৪.৩ দশম