• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোনোও দামী গাড়ি নয়! বাবার অটোতে চেপেই অনুষ্ঠানে গেলেন ‘মিস ইন্ডিয়া’ মান্যা সিং

পেশায় অটোচালক বাবার মেয়ে আজ গ্ল্যামার দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র। গ্ল্যামার দুনিয়া যে কেবলমাত্র বড়লোক বা উচ্চবৃত্তদেরই জন্য সেই ধারণা সম্পূর্ণ ভেঙে দিলেন উত্তর প্রদেশের মান্যা সিং (Manya Singh)। VLCC Femina Miss India-2020র রানার্স আপের শিরোপা জিতেও নিজের শিকড় ভুলে জাননি মান্যা।

Manya singh

   

আসলে সেটাই আসল শিক্ষা যার উচ্চাকাঙ্খা আকাশছোঁয়া হলেও পা সবসময় থাকে মাটিতেই। এর জীবন্ত উদাহরণ হয়ে উঠলেন মান্যা। সম্প্রতি উত্তর প্রদেশের মান্যা একটি সংবর্ধনা অনুষ্ঠানে যান বাবার অটোরিক্সায় চেপে।

মান্যা সিং Manya Singh

মাথায় চকচক করছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট, কালো পোশাকে তাকে দেখাচ্ছেও অনবদ্য। কিন্তু সেদিন সংবর্ধনা নিতে মান্যা কোনো দামী গাড়ি থেকে নামলেন না। ইতিমধ্যেই মান্যার এই ছবি এবং ভিডিওগুলি তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

মান্যা সিং Manya Singh

যেখানে দেখা যাচ্ছে বাবার অটোতে বসে আছেন মান্যা এবং তার মা। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর সকলেই মান্যার সরলতায় মুগ্ধ হয়ে যান।

মান্যা সিং Manya Singh

অটোচালকের কন্যা থেকে মিস ইন্ডিয়া ২০২০ সালের রানার্সআপ হওয়ার যাত্রা পথটা মান্যা অর্জন করেছেন সংগ্রামের মধ্যে দিয়ে। তার এই লড়াই, চেষ্টাই বহু মানুষকে অনুপ্রেরণা জোগায়। তিনি তরুণ প্রজন্মের কাছে একটি উদাহরণ হয়ে উঠেছেন।

মান্যা সিং Manya Singh

তিনি এক সাক্ষাৎকারে বলেন, ”আমি ১৪ বছর বয়স থেকেই কাজ করতে শুরু করি। প্রথমে পিৎজার দোকানে কাজ করতাম। এমনকী লোকের বাড়িতে বাসনও মেজেছি। এমনও দিন গিয়েছে, যখন আমাকে অন্যের জুতো পরিষ্কার করতে হয়েছে। পরে কলেজে স্নাতকস্তরে পড়ার সময় কল-সেন্টারে কাজ করে পরিবারের পাশে দাঁড়িয়েছি।” আজ মান্যা সফল, আজ মান্যার মাথার মুকুটের মতই জ্বলজ্বল করছে তার আগামীও।

 

 

View this post on Instagram

 

A post shared by Femina Miss India (@missindiaorg)