• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোদী, বচ্চন থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় গান! দাদাগিরিতে মিমিক্রি দেখে থ সৌরভ, রইল ভিডিও

সিরিয়ালের কূটকচালি আর ষড়যন্ত্রের ভিড়ে টেলিভিশনের পর্দায় বেশ কিছু রিয়্যালিটি শো দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এমনই একটি জনপ্রিয় নন ফিকশন রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দাদাগিরিতে সাধারণ প্রতিযোগী থেকে শুরু করে সেলিব্রিটিরা হাজির হয় জমিয়ে আড্ডা আর খেলার জন্য।

দাদাগিরির মঞ্চে শুধু যে সেলিব্রিটিরাই আকর্ষণের মূল তা বললে কিন্তু ভুল হবে। আসলে সাধারণ কিছু মানুষের মধ্যেও দুর্দান্ত প্রতিভা থাকে। মঞ্চে নিজেদের সেই প্রতিভা সৌরভের সামনে তুলে ধরতে চান অনেকেই। কেউ দারুন গান গাইতে পারেন তো কেউ নাচ, আবৃত্তি তো কেউ ম্যাজিক দেখিয়ে জমিয়ে দেন মঞ্চ। এমন নানা ধরণের প্রতিভাই দেখা যায় দাদাগিরিতে।

   

Dadagiri,Hemanta Mukherjee,PM Narendra Modi Mimicry,Modi Mimicry at Dadagiri,Sourav Ganguly,Zee Bangla,জি বাংলা দাদাগিরি,দাদাগিরি,সৌরভ গাঙ্গুলি,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,হেমন্ত মুখোপাধ্যায়,কিশোরে কুমারের মিমিক্রি,বাপ্পি লাহিড়ীর মিমিক্রি,মিমিক্রি আর্টিস্ট

তবে সম্প্রতি এক ব্যক্তি দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন যিনি একাধিক মানুষের নকল (Mimicry Artist) করতে পারেন। নকল বলতে গলার স্বর নকল। বিগ বি অমিতাভ বচ্চন (Amiitabh Bacchan) থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narandra Modi) অনায়াসে মিমিক্রি করে ফেলেন তিনি। এটাই তাই পেশা, গ্রামে গ্রামে মিমিক্রি ও প্যারোডি শো করেন তিনি। নিজের সেই প্রতিভার এক ঝলক দাদাগিরির মঞ্চে দেখিয়েছেন তিনি।

Mimicry Artist in Dadagiri

সৌরভ তাকে অনুরোধ করেন মিমিক্রি করে দেখানোর জন্য। তখন মিমিক্রির পাশাপাশি লর্ডসের মাঠে সৌরভের জামা ওড়ানো নিয়ে প্যারোডি করেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায় গলা নকল করে শোনান গান, যেটা শুনে থ হয়ে পড়েছিলেন দাদা নিজেও। অবশ্য এখানেই শেষ নয়, বাপ্পি লাহিড়ী থেকে কিশোর কুমার, কুমার শানুর গলাতেও প্যারোডি গান শুনিয়েছেন তিনি।

মঞ্চে এমন একজন মানুষের প্রতিভা দেখে দারুন খুশি দাদা থেকে উপস্থিত বাকি প্রতিযোগীরাও। বিশেষ এই পর্বের এক ঝলক চ্যানেলের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে জি বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে। যা বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও দেখে অবশ্য নেটিজেনদের অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। কারোর মতে, ‘জঘন্যতম’, তো কেউ বলেছেন, ‘এগুলো মোটেও মিমিক্রি নয়’।