• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রণবীর থেকে সঞ্জুবাবা, কঙ্গনাকে ইন্দিরা! রইল তারকাদের ভোল বদলে দেওয়া ৭ মেকআপ আর্টিস্টের পরিচয়

বিনোদন দুনিয়ায় মেক আপের গুরুত্ব ঠিক কতটা তা কারোর অজানা নয়। শিল্পীদের একটি চরিত্রে প্রবেশ করতে মেক আপের গুরুত্ব অপরিসীম। সম্প্রতি ‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধী বেশে কঙ্গনা রানাউতের লুক সামনে এসেছে। যা দেখে একেবারে চমকে গিয়েছেন দর্শকরা। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীকে যে একেবারে প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো লাগছে, তা স্বীকার করে নিয়েছেন সকলে। তবে এই প্রথম নয়, এর আগেও বহু সিনেমায় শিল্পীদের মেক আপ দর্শকদের নজর কেড়েছে। আজ বলিপাড়ার (Bollywood) ৭ সুপারস্টারের মেক আপ আর্টিস্টের (Make up artists) পরিচয় একটু জানা যাক।

রণবীর কাপুরের মেক আপ আর্টিস্ট ডক্টর সুরেশ মুর্কি (Dr. Suresh Murkey) – ‘সঞ্জু’ সিনেমায় রণবীর কাপুরকে অবিকল সঞ্জয় দত্তের মতো দেখাচ্ছিল। ঋষি পুত্রকে সঞ্জয় হিসেবে তৈরি করার জন্য প্রস্থেটিক মেক আপের সাহায্য নেওয়া হয়েছিল। আর রণবীরকে সঞ্জু বাবা গড়ে তুলেছিলেন ডক্টর সুরেশ মুর্কি।

   

dr. suresh murkey

কঙ্গনা রানাউতের মেক আপ আর্টিস্ট জেসন কলিন্স (Jason Collins) – ‘থালাইভি’ সিনেমায় জয়ললিতার চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউত। সেই ছবিতে তিনি প্রস্থেটিক মেক আপের সাহায্য নিয়েছিলেন। আর জাতীয় পুরস্কার জয়ী নায়িকাকে জয়ললিতা হিসেবে তৈরি করেছিলেন জেসন কলিন্স। জেসন ‘ক্যাপ্টেন মার্ভেল’, ‘হাঙ্গার গেমস’এর হলিউডের ছবিতে কাজ করেছেন।

jason collins makeup artist

রণবীর সিংয়ের মেক আপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড় (Vikram Gaikwad) – ‘৮৩’ ছবিতে বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং। অবিকল কপিলের মতো দেখাচ্ছিল অভিনেতাকে। আর তাঁর মেক আপ করেছিলেন বিক্রম গায়কোয়াড়। তবে শুধুমাত্র রণবীরের নয়, তিনি সম্পূর্ণ টিমের মেক আপ করেছিলেন।

Vikram Gaikwad

লারা দত্তের মেক আপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড় (Vikram Gaikwad) – ‘বেল বটম’ ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছিলেন লারা দত্ত। তাঁকে অবিকল প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো দেখাচ্ছিল। তাঁর মেক আপ করেছিলেন বিক্রম গায়কোয়াড়।

Vikram Gaikwad

অরবিন্দ স্বামীর মেক আপ আর্টিস্ট পট্টনম রাশিদ (Pattanam Rasheed) – ‘থালাইভি’ ছবিতে এমজিআরের চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী। তাঁকে এমজিআরের লুকে তৈরি করেছিলেন পট্টনম রাশিদ।

Pattanam Rasheed makeup artist

কঙ্গনা রানাউতের মেক আপ আর্টিস্ট ডেভিড ম্যালিনোস্কি (David Malinowski) – ‘এমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে গড়ে তুলেছেন অস্কার জয়ী মেক আপ আর্টিস্ট ডেভিড ম্যালিনোস্কি।

David Malinowski

অনুপম খেরের মেক আপ আর্টিস্ট প্রণয় দীপক সাওয়ান্ত (Pranay Deepak Sawant) – ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের।

Pranay Deepak Sawant

মনমোহন সিংয়ের লুকে অনুপমকে দেখে মুগ্ধ হয়েছিল দর্শকরা। প্রশংসিত হয়েছিলেন তাঁর মেক আপ আর্টিস্টও। সংশ্লিষ্ট সিনেমায় অনুপম খেরের মেক আপ করেছিলেন প্রণয় দীপক সাওয়ান্ত।