• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নববর্ষে শোকের ছায়া বলিউডে, প্রয়াত ‘গোলমাল’ খ‍্যাত অভিনেত্রী মঞ্জু সিং

গতকালই শুরু হয়েছে নতুন একটা বাংলা বছর, নববর্ষ উদযাপনের আনন্দে মেতেছে সকলে। এদিকে নববর্ষের ঘোষণার মাঝেই বলিউড থেকে এল দুঃসংবাদ। নিহত হয়েছেন গোলমাল খ্যাত অভিনেত্রী মঞ্জু সিং। অভিনেত্রীর হাত দিয়েই টেলিভিশন জগতে একের পর এক হিট কনটেন্ট উপহার পেয়েছিল দর্শকেরা।

গায়ক লেখক তথা গীতিকার স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire) প্রথম এই দুঃসংবাদটি জানিয়েছেন। টুইটারে তিনি একটি টুইট করে লেখেন, ‘মঞ্জু সিং জি আর আমাদের মাঝে নেই। দূরদর্শনের জন‍্য ওঁর শো স্বরাজ লেখার জন‍্য মঞ্জু জি আমাকে দিল্লি থেকে মুম্বই নিয়ে এসেছিলেন। দূরদর্শনের জন‍্য উনি এক কাহানি, শো টাইমের মতো একাধিক অনুষ্ঠান বানিয়েছিলেন। হৃষিকেশ মুখোপাধ‍্যায়ের ছবি গোলমালের রত্না, আমাদের প্রিয় মঞ্জু জি আপনার ভালবাসা কীভাবে ভুলব! বিদায়’।

   

Manju SIngh

শুধুমাত্র এজন অভিনেত্রী ছিলেন না তিনি, সাথে সঞ্চালিকা থেকে শুরু করে প্রযোজকও ছিলেন। ভারতীয় টেলিভিশনের একজন নক্ষত্র হিসাবেই দেখা হত তাকে। স্বরাজ, এক কাহানি, শো টাইম এর মতো একাধিক জনপ্রিয় শোয়ের প্রযোজনা করেছেন তিনি। যেগুলির প্রতিটি ব্যাপক জনপ্রিয় ছিল দর্শকদের কাছে।

জনপ্রিয় টেলিভিশন শো  ‘খেল খিলোনে’র সঞ্চালনা করেছিলেন ৭ বছর ধরে। যার জেরে সকলের প্রিয় ‘দিদি’ হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তী কালে ‘গোলমাল’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

মঞ্জু সিং ১৯৮০ এর দশকে টিভির জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৮৪ সালে প্রথম ছোটপর্দার অনুষ্ঠান ‘শো থিম’ ছিল তারই তৈরী। সেই সময় দূরদর্শনে দেখা সেই অনুষ্ঠান। এছাড়াও ছোটদের জন্য তাঁর একাধিক কাজ রয়েছে। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারে তাকে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশনের সদস্যপদ দিয়েছিল। তাঁর প্রয়াণে শোকের ছায়া নীম এসেছে টেলিভিশন জগতে।