• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নোংরামিতে ভরা বলিউড, সিনেমা চান্স পেতে হিরোদের সঙ্গে রাত কাটাতে হয়! বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত এমন একজন অভিনেত্রী যিনি বলিউডের নোংরা দিক সম্বন্ধে কথা বলতে ভয় পান না। এর আগেও বহুবার বলিপাড়ার বহু নোংরা কীর্তির কথা প্রকাশ্যে ফাঁস করেছিলেন তিনি। এবার ফের সেই নিয়ে কথা বললেন অভিনেত্রী। এবার মল্লিকা যা বলেছেন, তা শুনে বলিউডের নোংরা দিক সম্বন্ধে আরও বেশি করে আঁচ করতে পেরেছেন বলিপ্রেমীরা।

সম্প্রতি বলিউডের এই নামী অভিনেত্রী বলিউডের ‘কাস্টিং কাউচ’এর বিষয়ে মুখ খুলেছেন। সঙ্গে এও বলেছেন, বলিপাড়ার বহু নামী অভিনেতার সঙ্গে রাত কাটাননি বলে বহু সিনেমায় কাজের সুযোগ হারিয়েছেন তিনি।

   

Mallika Sherawat speaking

মল্লিকা এই বিষয়ে বলেন, ‘সকল এ-লিস্টার নায়করা আমার সঙ্গে কাজ করতে বারণ করে দিয়েছিল। কারণ আমি ‘কম্প্রোমাইজ’ করতে চাইনি। এটা খুবই সহজ- তাঁরা এমন অভিনেত্রীদের পছন্দ করে যাঁদের ওঁরা নিয়ন্ত্রণ করতে পারবে এবং যারা ওঁদের সঙ্গে ‘কম্প্রোমাইজ’ করবে। আমি ওরকম না। আমার ব্যক্তিত্ব ওরকম না… যদি নায়ক তোমায় ভোর ৩টের সময় ফোন করে বলে, ‘আমার বাড়িতে চলে এসো’, তোমায় যেতেই হবে। যদি তুমি না যাও তাহলে কিন্তু সেই সিনেমা থেকে তোমায় বাদ দিয়ে দেওয়া হবে’।

কয়েক সপ্তাহ আগে নিজের আসন্ন ছবি ‘আরকে/আরকে’ সিনেমার প্রচারের সময় এই মল্লিকাই আবার দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’ ছবির সঙ্গে নিজের ‘মার্ডার’ সিনেমার তুলনা করেছিলেন। অভিনেত্রী দাবি করেছিলেন, দীপিকা যা এখন করলেন, তা তিনি ১৫ বছর আগে করেছিলেন। তা সত্ত্বেও, এখন প্রত্যেকে ‘মস্তানি’র প্রশংসা করছেন এবং তখন তাঁর ওপর মানসিক অত্যাচার করা হয়েছিল।

Mallika Sherawat

তবে শুধু এটুকুই নয়, এর আগেও বলিউডের একটি নোংরা দিকের কথা ফাঁস করেছিলেন মল্লিকা। অভিনেত্রী বলেছিলেন, একজন প্রযোজক নাকি তাঁর কাছে একটি ‘হট’ গানের প্রস্তাব নিয়ে এসেছিলেন। যা শুনেই নাকি বাতিল করে দিয়েছিলেন তিনি।

মল্লিকা বলেছিলেন, ‘নিজের ছোট মানসিকতার কারণে উনি বলেছিলেন, ‘খুব হট গান। কিন্তু দর্শকরা কীভাবে জানবে আপনি এত হট? আপনি এতটাই হট যে আপনার কোমরে আমি রুটি সেঁকতে পারব’। কেমন ধরণের চিন্তাভাবনা শুধু ভাবুন। আপনি কখনও এমন কথা শুনেছেন?’