• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠোঁটে কালো ছোপ বসে গেছে? এই উপায়ে খুব সহজেই দূর করে নিন

মানুষের শরীরের অন্যতম সুন্দর অঙ্গ হলো ঠোঁট (Lip)। সুন্দর গোলাপি ঠোঁট (Pink Lips) কে না চায়! অনেক সাজলেও যদি ঠোঁটটাই ফাঁকা রেখে দিলে সব সাজই মাটি হয়ে যাবে। আর ঠোঁটে যদি হয় কালো ছোপ তাহলে তো আর কথাই নেই! লিপস্টিক ছাড়া  গতি নেই সেক্ষেত্রে। কিন্তু, লিপস্টিক দিয়েও এর কালচেভাব দূর করা যায় না।

সুন্দর ঠোঁট মুখের সৌন্দর্য বাড়িয়ে তোলে। সুন্দর হাসির জন্য মসৃণ, গোলাপি ঠোঁটের তুলনা হয় না। আজকাল অনেকেরই দীর্ঘদিন কসমেটিক্স ব্যবহার, খাবারের সমস্যা, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ঠোঁটের গোলাপি রং হারিয়ে গিয়েছে। বদলে কেমন কালচে ছোপ পরে গিয়েছে ঠোঁটে। জানেন কি ঘরোয়া কিছু পদ্ধতিতে আপনার ঠোঁটের কালো দাগ ছোপ দূর করতে পারেন। চলুন জেনে নেয়া যাক পদ্ধতিগুলো-

   

১. শসার রস (Cucumber Juice)

শসা ব্লেন্ড করে রস বের করে নিন। এরপর সেটা ঠোঁটে লাগান। মিনিট ২০ থেকে ৩০ পর ধুয়ে ফেলুন। শসার রস ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ঠোঁটে সতেজ ভাব এনে দেয়।

২. লেবু (Lemon)


লেবুর রসে থাকে ব্লিচিং উপাদান। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস দিয়ে ঠোঁটে ভালো করে ম্যাসাজ করুন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে।

৩. বিটরুট (Beetroot)


এক টুকরো বিট নিয়ে ঠোঁটে ভালো করে ম্যাসাজ করুন। এরপর ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। বিটে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট যা ঠোঁটে সতেজতা এনে দেবে ও ঠোঁটের কালচে ভাব দূর করবে।

৪. আপেল সিডার ভিনিগার (Apple Cider Viniger)


প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় আপেল সিডার ভিনিগার। এক চা-চামচ জলে এক চা-চামচ আপেল সিডার ভিনিগার নিয়ে তুলায় করে ঠোঁটে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ব্যাস এইটুকু কাজ নিয়ম করে করলেই ফল পাবেন কিছুদিনের মধ্যে।

৫. গোলাপজল (Rosewater)


একটি পরিষ্কার কাপড় বা তুলার বলে গোলাপজল নিয়ে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লাগান। এতে ঠোঁটে রক্ত চলাচল বাড়ে। আর ঠোঁটের কালো দাগও ধীরে ধীরে দূর হয়ে যায়।